দৃষ্টিনন্দন হচ্ছে রাজধানীর ৩৪২ প্রাথমিক বিদ্যালয়

0
1
দৃষ্টিনন্দন হচ্ছে রাজধানীর ৩৪২ প্রাথমিক বিদ্যালয়

প্রকাশিত : মঙ্গলবার, ০৯ জানুয়ারি ২০২৪ ইং।। ২৬ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ (শীতকাল)।। ২৭ জমাদিউস সানি ১৪৪৫ হিজরি।।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : প্রাথমিক শিক্ষাকে আকর্ষণীয় করতে নানা উদ্যোগ নিচ্ছে সরকার। এর অংশ হিসেবে রাজধানীর ৩৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে দৃষ্টিনন্দন করার উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্যে ২শ প্রাথমিক বিদ্যালয়ে শুরু হচ্ছে নির্মাণ কাজ। এসব বিদ্যালয়ের শ্রেণিকক্ষ আকর্ষণীয় করে তোলা হবে।

সেই সঙ্গে সারাদেশের ৬৪ হাজার প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুমের কাজ শুরু হচ্ছে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এছাড়া সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াই-ফাই সংযোগ দেওয়া হচ্ছে। রোববার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এ সব উদ্যোগের কথা জানায় মন্ত্রণালয়।

এসময় প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ বলেন, প্রাথমিক শিক্ষাকে আকর্ষণীয় করতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় সারাদেশে বিতরণ করা হবে ২৫ হাজার ল্যাপটপ। আর সব বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব তোফাজ্জল হোসেন মিয়া জানান, মেধা ও স্বচ্ছতার সাথে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ হচ্ছে।  এখন শিক্ষকদের ঠিকভাবে প্রশিক্ষিত করে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। প্রাথমিক শিক্ষার আধুনিকায়নে একটি সমন্বিত সফটওয়্যার তৈরি করছে সরকার।

(বিজ্ঞাপন)  https://www.facebook.com/3square1

নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর

আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন।       

জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor

আপনার আশেপাশে সাম্প্রতিক খবর পাঠিয়ে দিন এছাড়া বিক্রমপুর খবর-এ প্রকাশিত লেখাসমূহে তথ্যমূলক ভুল-ভ্রান্তি থেকে যেতে পারে অথবা যেকোন লেখার সাথে আপনার ভিন্নমত থাকতে পারে। আপনার মতামত এবং সঠিক তথ্য দিয়ে আপনিও লিখুন অথবা লেখা পাঠান। লেখা পাঠাতে কিংবা যেকোন ধরনের প্রয়োজনে যোগাযোগ করুন – bikrampurkhobor@gmail.com এই ঠিকানায়।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন