দৃশ্যমান হলো পদ্মা সেতুর সোয়া এক কিলোমিটার

0
27

প্রকাশিত:বুধবার,২০ ফেব্রুয়ারি ২০১৯। 

বিক্রমপুর খবর:নিজস্ব প্রতিনিধি:সকাল সাড়ে ৮টায় স্প্যান বসানোর কথা থাকলেও ঘন কুয়াশার কারণে তা স্থগিত করা হয়। কুয়াশা কেটে যাওয়ার পর বুধবার দুপুর ১২টা ৪৫ মিনিটে প্রায় দুই ঘন্টার চেষ্টায় সেতুর ৩৫ এবং ৩৬ নম্বর পিলারের ওপর অষ্টম স্প্যানটি বসানো সম্ভব হয়েছে। এর মাধ্যমে দৃশ্যমান হলো সেতুর ১২শ মিটার বা সোয়া এক কিলোমিটার।

এর আগে শক্তিশালী ভাসমান ক্রেন তিয়ানি হাউ মাওয়ার মুন্সীগঞ্জের কুমারভোগের বিষেশায়িত জেডি থেকে মঙ্গলবার সকাল ১০টায় স্প্যানটি নিয়ে জাজিরা পয়েন্টে পৌঁছায়। সেতু কর্তৃপক্ষ দাবি করছে, সেতুর প্রায় ৭২ শতাংশ কাজ শেষ হয়েছে। এটি বসানোর ফলে ৭৫ শতাংশ কাজ শেষ হলো।

২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর সেতুর প্রথম স্প্যান,২০১৮ সালের ২৮ জানুয়ারি দ্বিতীয় স্প্যান, ১০ মার্চ তৃতীয় স্প্যান,১৩ এপ্রিল চতুর্থ স্প্যান,২৯ জুন পঞ্চম স্প্যান বসানো হয়। এবং গত ২৩ জানুয়ারি ষষ্ঠ স্প্যানটি বসানো হয়।

এখন পর্যন্ত পদ্মা সেতুতে পানির ওপর ও নিচের পাইল বসানো পুরোপুরি শেষ হয়েছে ১৮৮টির। শুধুমাত্র পাইলের নিচের অংশ বসানো শেষ হয়েছে ১১টির।আর ২২০টি পাইল বানানো শেষ হয়েছে। এছাড়া পিয়ারের পূর্ণাঙ্গ কাজ শেষ হয়েছে ১৫টি।

অন্যদিকে,স্প্যান বসানো হয়েছে ৭টি,বাকি আছে ৩৪টি।মোট ৪১টি স্প্যান এবং ৪২ খুঁটিতে পূর্ণরূপ পাবে ৬ কিলোমিটারের বেশি লম্বা এই পদ্মা সেতু।

এরমধ্যে যেসব পিয়ারে ৬টি করে পাইল বসছে সেগুলো হলো-পি২-পি৫,পি১৩-পি১৪,পি১৬-পি১৮,পি২০-পি২৩,পি৩৭-পি-৪১,এবং যেসব পিয়ারে ৭টি করে পাইল বসছে সেগুলো হলো-পি৬-পি১২,পি১৫,পি১৯,পি২৪-পি৩৬।তবে এখনও স্কিন গ্রাউটেডে ৭৭টি পাইল বসানোর কাজ বাকি রয়েছে।

সপ্তম স্প্যান বসানোর সংবাদে পদ্মাপাড়ের মানুষের মধ্যে ব্যাপক আনন্দ উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে। এ ছাড়া মাওয়া পয়েন্টের দিকে গত বছরে আরও একটি স্প্যান ৪ ও ৫ নম্বর পিলারের ওপর বসানো হয়েছে।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন