দুর্গোৎসব উপলক্ষে লৌহজংয়ে উপহার পেল ৩০ পূজামণ্ডপ

0
16
দুর্গোৎসব উপলক্ষে লৌহজংয়ে উপহার পেল ৩০ পূজামণ্ডপ

প্রকাশিত:মঙ্গলবার,১ অক্টোবর ২০১৯ ইং ।। ১৬ই আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ।

বিক্রমপুর খবর :স্টাফ রিপোর্টার, মিজানুর রহমান ঝিলু লৌহজং :শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে লৌহজং উপজেলার ৩০ টি পুজামণ্ডপ স্থানীয় সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলি ও উপজেলা চেয়ারম্যানের কাছ থেকে বিশেষ উপহার পেয়েছে। উপহার হিসেবে প্রত্যেকটি পূজামণ্ডপ নগদ ১০ হাজার টাকা ও ৫০০ কেজি করে চাল পেয়েছে। এদের মধ্যে সাংসদ এমিলির পক্ষ থেকে পূজামণ্ডপ প্রতি ৫ হাজার, উপজেলা চেয়ারম্যান ওসমান গনী তালুকদারের পক্ষ থেকে ৫ হাজার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর থেকে ৫০০ কেজি করে চাল প্রদান করা হয়।

গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিয়ে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভাশেষে উপরোক্ত উপকরণ পুজামণ্ডপ কর্তৃপক্ষের হাতে তুলে দেন।

ইউএনও কাবিরুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মোরাদ আলী, উপজেলা ভাইস-চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক বাবু মনোজ কুমার সিংহ।অমিত, বিআরডিবির চেয়ারম্যান মনির হোসেন মোড়ল, লৌহজং পূজা উদযাপন পরিষদের আহবায়ক বাবু শীতল রঞ্জন দাস, সদস্য সচিব অ্যাডভোকেট বিপ্লব সাহা, লৌহজং থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর হোসেন খান, এস আই সুভাষ চন্দ্র সরকার প্রমুখ।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন