:: বিক্রমপুর খবর ডেস্ক::
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৮
মুন্সিগঞ্জ-১আসনে (শ্রীনগর-সিরাজদিখান) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনকে ২ লাখ ৮৬ হাজার ৬৬১ ভোটে হারিয়ে সংসদ সদস্য বিজয়ী হয়েছেন নৌকা প্রতীক নিয়ে মহাজোট প্রার্থী বিকল্পধারা বাংলাদেশের যুগ্মমহাসচিব মাহী বি চৌধুরী। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহ মোয়াজ্জেম হোসেন বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৪৪ হাজার ৮শ’৮৮ভোট।
রোববার রাত পৌনে ১০টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা সায়লা ফারজানা।
এই আসনে মাহী বি চৌধুরীর দাদা কফিল উদ্দিন চৌধুরী ছিলেন পরে একই আসনে মাহি চৌধুরীর পিতা সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী দীর্ঘদিন নির্বাচন করেন। বিকল্পধারা গঠনের পর বি চৌধুরীর মতো তার ছেলেও নতুন দল বিকল্পধারা থেকে নির্বাচন করেছেন এবার নৌকা প্রতীক নিয়ে মহাজোট প্রার্থী হয়ে বিজয়ী হইলেন মাহী বি চৌধুরী।
শাহ মোয়াজ্জেম হোসেন ১৯৭২ সালে হুইপ এর দায়িত্ব পালন করেছেন, বাংলাদেশের সাবেক উপ-প্রধানমন্ত্রী । তিনি খন্দকার মোশতাক আহমেদের মন্ত্রীসভার একজন মন্ত্রী ছিলেন। এরপর তিনি হুসেইন মুহাম্মাদ এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টিতে যোগদান করেন। কিন্তু তাকে ১৯৯২ সালে দল থেকে বহিস্কার করে দেওয়া হয়। তারপর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দেন ২০০৬ সালে। দলটির হয়ে ২০০৮সালের নির্বাচনে অংশগ্রহণ করে হেরে যান ।বর্তমানে বিএনপির ভাইস-চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।