প্রকাশিত: রবিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২২ইং।। ৩০ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ (শীতকাল)।। ১০ রজব,১৪৪৩ হিজরি।।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশে সোহরাওয়ার্দী উদ্যানের প্রাচীরসংলগ্ন এলাকায় পরিত্যক্ত একটি বাক্সে কাপড়ে মোড়ানো দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার ভোরে ওই মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে (ঢামেকে) পাঠিয়েছে শাহবাগ থানা পুলিশ।
নবজাতক দুটির বয়স এক থেকে দুই দিনের মতো। তাদের কে বা কারা ফেলে গেছে সে বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত নয়।
এ বিষয়ে শাহবাগ থানার এসআই শাহাবউদ্দিন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ গেটের বিপরীত পাশে ছবির হাট থেকে টিএসসি যাওয়ার মাঝখানে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় একটি বাক্সে কাপড়ে মোড়ানো দুটি নবজাতকের মরদেহ পাওয়া যায়। কে বা কারা তাদের ফেলে গেছে প্রাথমিকভাবে জানা যায়নি। ধারণা করা হচ্ছে, নবজাতকগুলোর বয়স সর্বোচ্চ ১-২ দিন।
শাহাবউদ্দিন আরও বলেন, হয়তো রাতের বেলা কেউ তাদের ফেলে যায়। তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে গত ১৮ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল টাওয়ারের বিপরীত পাশের ডাস্টবিন থেকে এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’