প্রকাশিত : রবিবার, ২৩ আগস্ট ২০২০ইং ।। ৮ই ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ ।।
বিক্রমপুর খবর : সৈকত সাদিক সিরাজদিখান থেকে : ঢাকা থেকে দূরুত্ব মাত্র ১৮ কি. মি.। মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার এই স্থানটি ঢাকা মাওয়া সড়কের গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ড। পদ্মা সেতু কেন্দ্রিক নির্মিত ঢাকা মাওয়া ৬ লেনের এক্সপ্রেস ওয়ের কারণে এই স্থানটি আরও বেশি গতিশীল ও জমজমাট। মহাসড়কে এক পাড় থেকে অপর প্রান্তে পথচারী পারাপারের জন্য আন্ডার পাসটি খানিটা দূরে হওয়ায় অনেক সাধারণ মানুষ বাধ্য হয়ে কিংবা অসচেতনতার কারণে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হয়। ফলে প্রতিনিয়ত সড়ক দূর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে।
গত ১৭ আগস্ট চিত্রকোট এলাকার সেন্টু খান, ২২ আগস্ট কেয়াইন ইউনিয়নের অনিক শেখ বাস চাপায় নিহত হয়েছেন। সড়ক দূর্ঘটনা রোধে এখানে ফুট ওভার ব্রিজ নির্মাণ খুব দরকার। ফুট ওভার ব্রিজের দাবীতে সকালে স্থানীয় জনগণ মানব বন্ধন করেছে। এতে বৃষ্টিতে ভিজে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণি পেশার তিনশতাধিক মানুষ। তারা রাস্তা পারাপারে সকল প্রকার দুর্ঘটনা এড়াতে অনতিবিলম্বে ফুটওভার ব্রিজ নির্মাণের জোর দাবি জানান। এরপর প্রশাসনের আশ্বাসে তারা মানববন্ধন উঠিয়ে নেয় ।
নিউজটি শেয়ার করুন .. ..