প্রকাশিত :বুধবার,১৬ সেপ্টেম্বর ২০২০ইং ।। ১লা আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ (শরৎকাল)।। ২৭শে মুহররম,১৪৪২ হিজরী
বিক্রমপুর খবর : কাজী সাব্বির আহমেদ দীপু, মুন্সীগঞ্জ থেকে: রাজধানী ঢাকার অদূরেই অত্যন্ত দৃষ্টিনন্দন এবং গুরুত্বপূর্ণ ঢাকা মাওয়া মহাসড়ক এখন এক্সেপ্রেসওয়ে সড়কে রূপান্তরিত হয়েছে। অত্যন্ত দৃষ্টিনন্দন হয়ে ওঠেছে এক্সেপ্রেসওয়ে সড়ক এবং সৌন্দর্যময় হয়ে উঠেছে মুন্সীগঞ্জের শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা সীমানাধীন ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সেপ্রেসওয়ে সড়কের আশপাশ এলাকাও।
তবে এক্সেপ্রেসওয়ে সড়কের গুরুত্বপূর্ণ ও স্পর্শ কাতর স্থানগুলোর উভয় পাশে নিরাপদ পারাপারের জন্য ওভারব্রীজ বা ওভারপাস-আন্ডারপাস নির্মাণ করা একান্ত জরুরি। আর বিষয়টি এখন মুন্সীগঞ্জের শ্রীনগর ও সিরাজদিখান উপজেলাবাসীর প্রানের দাবীতে রূপ নিয়েছে। আর এ অঞ্চলের প্রানের দাবীটি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবাদুল কাদের এমপির কাছে লিখিত ভাবে তুলে ধরেছেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভপতি, শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের প্রেসিডেন্ট ও জাতীয় পুরষ্কারপ্রাপ্ত ক্রীড়া সংগঠক নুরুল আলম চৌধুরী।
সোমবার রাতে (১৪ সেপ্টেম্বর) বাংলাদশ আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করে ঢাকা মাওয়া এক্সেপ্রেসওয়ে সড়কের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ওভারব্রীজ বা ওভারপাস-আন্ডারপাস নির্মানের জন্য লিখিত আবেদন দাখিল করেন। সেখানে নিরাপদ রাস্তা পারাপারের জন্য ওভারব্রীজ বা ওভারপাস /আন্ডারপাস নির্মাণের প্রয়োজনীয়তা এই অঞ্চলের জনগণের প্রানের দাবী বলেও উল্লেখ করা হয়েছে।
এ প্রসঙ্গে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া সংগঠক ও মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতা নুরুল আলম চৌধুরী জানান, ঢাকা মাওয়া এক্সেপ্রেসওয়ে সড়কের শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা সীমানার গুরুত্বপূর্ণস্থান সমূহে দ্রুত ওভারব্রীজ অথবা ওভারপাস-আন্ডারপাস নির্মানে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে দুইটি উপজেলাবাসীর কষ্ট লাঘব করবেন বলেই আশা ব্যক্ত করা হয়।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
আপনার আশেপাশে সাম্প্রতিক খবর পাঠিয়ে দিন email – bikrampurkhobor@gmail.com