ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাঁসাড়ায় গাড়ি চাপায় দাদি-নাতির মৃত্যু

0
17
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাঁসাড়ায় গাড়ি চাপায় দাদি-নাতির মৃত্যু

প্রকাশিত:শনিবার,৭ নভেম্বর ২০২০ইং ।। ২২শে কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ (হেমন্তকাল)।। ২০শে রবিউল আউয়াল,১৪৪২ হিজরী।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জের শ্রীনগরে রাস্তা পার হওয়ার সময় প্রাইভেট কারের চাপায় দাদি ও নাতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী অবরোধ করে এক্সপ্রেসওয়েতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ রাখে।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাঁসাড়া স্কুলগেট নামক স্থানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দাদি মিনু মল্লিক (৭০) তার নাতি অচিন মল্লিককে (৮) নিয়ে হাঁসাড়া স্কুলগেটের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে যাওয়ার সময় ঢাকা থেকে মাওয়াগামী একটি প্রাইভেট কার তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় নাতি অচিন মল্লিক ঘটনাস্থলেই প্রাণ হারায়। মুমূর্ষু অবস্থায় মিনু মল্লিককে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

মিনু মল্লিক ও অচিন মল্লিকের বাড়ি সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের কালশুর গ্রামে। মিনু মল্লিক তার নাতি অচিন মল্লিককে নিয়ে নাগের পাড়ায় মেয়ে-জামাই কাজল মন্ডলের বাড়িতে দুদিন আগে বেড়াতে আসেন। শুক্রবার সকালে তারা নিজ বাড়িতে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

এ সময় বিক্ষুব্ধ জনতা হাঁসাড়া স্কুলগেটে ফুটওভার ব্রিজের দাবিতে এক ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখেন।

শ্রীনগর থানার ওসি (তদন্ত) মো. হেলাল উদ্দিন বলেন, বিক্ষুব্ধ জনতার দাবি বাস্তবায়নে পুলিশের সহযোগিতার আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয়রা।

শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন জানান, এক মাস আগে একই স্থানে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে। ওই সময় স্থানীয়রা রাস্তা অবরোধ করলে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের প্রকল্প কর্মকর্তা ও জেলা প্রশাসক ফুটওভার ব্রিজের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এক মাসেও এর কোনো অগ্রগতি নেই।

নিউজটি শেয়ার করুন .. ..

‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন