ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

0
37
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

প্রকাশিত :শুক্রবার,২৬ জুন ২০২০ইং ।।১২ই আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ ।।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এক ছাত্র নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ২টার দিকে শ্রীনগর উপজেলার উমপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত ছাত্রের নাম অনিক (২১)। তিনি ঢাকার রামপুরা থেকে শ্রীনগর উপজেলার কামারখোলা গ্রামে তার মামার বাড়িতে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছলে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে স্টিলের র‌্যালিংয়ের সাথে ধাক্কা লাগে। এতে অনিকের শরীরের বিভিন্ন স্থানে কেটে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত অনিক শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের টুনিয়ামান্দ্রা গ্রামের আব্দুল লতিফ খানের ছেলে। তিনি পরিবার পরিজনের সাথে গাজীপুরের ময়লার টেক এলাকায় বসবাস করতেন।

এ ব্যাপারে হাঁসাড়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল বাসেদ জানান, দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পরলে ঘটনাস্থলেই অনিকের মৃত্যু হয়। লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন .. ..

‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর

আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন

https://www.facebook.com/BikrampurKhobor

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন