ঢাকাসহ সারাদেশে বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প

0
9
ঢাকায়সহ সারা বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প

প্রকাশিত: বুধবার, ২৮ এপ্রিল ২০২১ইং।। ১৫ই বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ(গ্রীস্মকাল)১৫ রমজান ১৪৪২ হিজরী

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : সকাল ৮টা ২১ মিনিটে ঢাকায়সহ সারা দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প হয়ে গেলো! রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২ বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। কয়েক দিন ধরেই সারা দেশে তীব্র দাবদাহ চলছে।

কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এই ভূমিকম্পে দুলেছে কুড়িগ্রাম ও লালমনিরহাট।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পে রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৬ দশমিক ২। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো ভারতের আসামে।

এদিকে সকালে জিগাতলাবাসি নিশাত নাছির সুমাইয়া জানান , তাদের বাড়ি ৮ তলা, ভূমিকম্পের সময় তারা প্রচণ্ড দুলুনি অনুভব করেছেন। সে আরও জানায় থিক ঐ সময় তারা মেডিক্যাল স্টুডেন্টরা অনলাইনে গ্রপে ক্লাস করতে ছিল সেখানে দেশের অন্যান্য এলাকার ছাত্রীরাও যুক্ত ছিলেন তারা সকলেই ব্যাপারটা টের পান। বিষয়টি অনুভুতিটি তারা প্রথমে ভেবেছিলেন রাত জাগা পড়ার করনে মাথা ঘূরছে।পরে যখন ছোখে পড়ে ফার্নিচার ও টিভিসহ সবকিছু দুলছে তখন পরিস্কার হয় ‘ভূমিকম্প!’

বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ভূমিকম্প নিয়ে পোস্ট করেছেন। নাদিরা কিরণ নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, বেশ টের পেলাম খাটটা মৃদু দুলছে। কয়েক সেকেন্ড। বুঝলাম ভূমিকম্প।

রংপুর ও তার পার্শ্ববর্তী জেলাগুলোতে কয়েক সেকেন্ডের ব্যবধানে পরপর দু’বার মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে।

পরপর দু’বার ভূ-কম্পনের ফলে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে বাসা-বাড়িসহ বহুতল ভবনের থেকে তাড়াহুড়া করে নিচে নেমে আসতে দেখা যায়। তবে কোথাও কোন হতাহত কিংবা ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।

রংপুর আবহাওয়া অফিস থেকে এখন পর্যন্ত রিখটার স্কেলে ভুমিকম্পের মাত্রা কি পরিমাণ ছিলো তা জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর

আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন