প্রকাশিত: বুধবার,১৭ এপ্রিল ২০১৯ ৩রা বৈশাখ,১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর: অনলাইন ডেস্ক: গতকাল মঙ্গলবার সুয়েজ খালের তীরে ২১তম ইসমাইলিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দাপতন হলো।মর্যাদাপূর্ণ জুরি অ্যাওয়ার্ড পেল টুসির ছবি ফিসমনোলগ বা মীনালাপ।টুসির ছবি দ্বিতীয় সেরা ছবির মর্যাদা বা পুরুস্কার পেয়েছে।গত ২১ বছরে বাংলাদেশের কোনো ছবি এবারই প্রথম পুরস্কার পেল।
গত রাতে ইসমাইলিয়ার উৎসবস্থল সাংস্কৃতিক প্রাসাদে প্রতিযোগিতার ফলাফল ঘোষিত এবং বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। মধ্যপ্রাচ্য তথা আফ্রিকা মহাদেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে সম্মাননা পাওয়া নি: সন্দেহে শ্লাঘার বিষয়। টুসি ওর পুরস্কারটি তার অখ্যাত পিতাকে তার জন্মদিনে উৎসর্গ করেছে। পিতা মনে মনে করে এটি তার জীবনের শ্রেষ্ঠে উপহার।