টাকার বিপরীতে ভারতীয় রুপির দাম কমার রেকর্ড পার্থক্য মাত্র ১৪পয়সা

0
11

প্রকাশিত:  বৃহস্পতিবার,২৯ আগস্ট ২০১৯ ।। ১৪ ভাদ্র ১৪২৬।

বিক্রমপুর খবর: অনলাইন ডেস্ক: ভারতীয় রুপির রেকর্ড দরপতন ঘটেছে। বর্তমানে রুপিকে ধরে ফেলার উপক্রম করেছে বাংলাদেশি টাকা। সোমবার একটা পর্যায়ে ১০০ রুপির দাম গিয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশের ১১৪ টাকার সামান্য বেশি। ১০০ টাকায় পাওয়া যাচ্ছে ৮৬ রুপি। যা সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ। অপরদিকে ১০০ রুপির দাম গিয়ে দাঁড়িয়েছে ১১৫ টাকার সামান্য বেশি।

ডলারের বিপরীতে ভারতীয় টাকার দাম ক্রমেই কমে যাচ্ছে। সেই তুলনায় বাংলাদেশি মুদ্রা ভারতের তুলনায় অনেক ভালো জায়গায় রয়েছে। ভারতের জন্যে আগামী দিনে আসছে চূড়ান্ত অর্থনৈতিক সংকট – বিরোধীদের এই দাবি অবশ্য উড়িয়ে দিচ্ছে কেন্দ্র। তবে বাংলাদেশি টাকার তুলনায় ভারতের মুদ্রার দাম যেভাবে কমছে,তাতে অশনি সংকেত দেখছেন ভারতের অর্থনীতিবিদরা। ভারতের একাধিক গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পরিস্থিতি এই প্রথমবার তৈরি হল। বাংলাদেশের ১০০ টাকা দিলেই বদলে মিলছে ভারতের ৮৬ রুপি। ৭১-এ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর টাকা এবং রুপির দর প্রায় সমান ছিল। তারপর দিনদিন পড়তে থাকে বাংলাদেশি টাকার দাম। কিন্তু সেখানে এই মুহূর্তে ভারতীয় রুপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বাংলাদেশি টাকা।

আগস্টের শুরু থেকেই ভারতীয় মুদ্রার অবনতি শুরু হয়েছে। পতন এতটাই বেশি যে,বাংলাদেশি টাকা আর ভারতীয় মুদ্রার পার্থক্য এখন মাত্র ১৪ পয়সা।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন