প্রকাশিত : রবিবার, ১৯ এপ্রিল ২০২০ ইং ।। ৬ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ। ২৪ শাবান ১৪৪১
বিক্রমপুর খবর : টঙ্গীবাড়ি নিজস্ব প্রতিনিধি : মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নে রংমেহার পল্লী উন্নয়ন যুব সংঘ এর উদ্যোগে করোনায় কর্মহীন বেকার হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০টায় রংমেহার পল্লী উন্নয়ন যুব সংঘের মাঠে সরকারী নিদের্শনায় দূরত্ব বজায় রেখে ১০০টি পরিবারের মাঝে ২০ কেজি করে মিনিকেট চাল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: আব্দুস ছালাম, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধ কমিটির সদস্য আবু বাক্কার মাঝি, রংমেহার পল্লী উন্নয়ন যুব সংঘের সহ-সভাপতি হারুন অর রশিদ কবিরাজ, সাধারণ সম্পাদক আ: জব্বার কবিরাজ, কোষাধ্যক্ষ মো: বজলুর রহমান ভূইয়া, দপ্তর সম্পাদক মো: জামাল হোসেন, ক্রিয়া সম্পাদক মো: এরশাদ শেখ, সমাজ কল্যান সম্পাদক শেখ শাহীন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ডা: আশিক মাহমুদ মিতুল, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য কবির হালদার প্রমুখ।