টঙ্গীবাড়ীতে মাটি কাটা নিয়ে সংঘর্ষ; উভয়পক্ষের পাল্টাপাল্টি মামলা

0
16
ছবি-প্রতীকী

প্রকাশিত: শনিবার,২১ নভেম্বর ২০২০ইং ।। ৬ই অগ্রাহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ (হেমন্তকাল)।। ৫ই রবিউস-সানি,১৪৪২ হিজরী।
বিক্রমপুর খবর : টঙ্গীবাড়ী প্রতিনিধি : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে জমির মাটি কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষ থানায় মামলা করলে পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। গত মঙ্গলবার উপজেলার বলই গ্রামে মাটি কাটাকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। বলই গ্রামের সোহেলের স্ত্রী তাহমিনা বেগম থানায় বাদী হয়ে তিনজনকে আসামী করে মামলা করে। অপরপক্ষ একই গ্রামের জিন্নাত বেগম নয়জনকে আসামী করে মামলা করেন। এ ঘটনায় টঙ্গীবাড়ী থানা পুলিশ তাহমিনার মামলার তিনজন আসামীর মধ্যে একজন আসামী শরীফ তালুকদারকে গ্রেফতার করে এবং জিন্নাত বেগমের মামলার নয় জন আসামীর মধ্যে একজন আসামী মোহাম্মদ সর্দারকে গ্রেফতার করে। এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ জানান, দুইপক্ষের পাল্টাপাল্টি মামলায় উভয়পক্ষের একজন করে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন .. ..

‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন