টঙ্গীবাড়ি বসুবাড়ির স্মৃতি মন্দিরের স্মৃতি হারিয়ে যাচ্ছে

0
8
সালাহ্উদ্দিন আল-আজাদ : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার খিলপাড়া বসু বাড়ির স্মৃতি মন্দিরের স্মৃতি হারিয়ে যাচ্ছে। মন্দিরের চুরা কেটে নিয়ে গেছে দূ:স্কৃতিরা। ফলে দিন দিন ধ্বংস হতে যাচ্ছে মন্দিরটি। খোজ নিয়ে জানা যায়, চার দলীয় জোট সরকারের শাসনামলে কে বা কারা এই স্মৃতি মন্দিরের চুড়া কেটে নিয়ে যায়। এবিষয়ে ঔই সময় স্থানীয় পত্রিকায় নিউজ প্রকাশ হলেও মন্দিরটির স্মৃতি রক্ষায় কেউ এগিয়ে আসেনি। ১৩৩৭ বঙ্গাঁব্দে নির্মিত বসুবাড়ির স্মৃতি মন্দির কমলাঘাট- দিঘিরপাড় খালের পশ্চিমতীরে খিলপাড়া গ্রামে অবস্থিত। র্শ্রী সর্গীয় অবিনাশ বসুর দুই ছেলে হিরন্য ও সন্তোস বসু তাদের পিতা মাতার সমাধীর উপর স্মৃতি মন্দির নির্মান করেন বলে জানা যায়। সাদা ও রঙ্গিন সিরামিক এর মিশ্রনে নির্মিত এ মন্দিরটি দেখতে অনেক সুন্দর ও শৈল্পিক। একসময় দুর- দুরান্তের ভ্রমন পিপাশুরা ছুটে আসতেন খিলপাড়া গ্রামে। মন্দিরের অদুরে রয়েছে বগলা ঘাট। এখন আর আগের মতো সুন্দর নেই এসব স্থাপনা। অনাদর আর অবহেলায় মন্দিরের সব স্মৃতি একদিন হারিয়ে যাচ্ছে।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন