প্রকাশিত:বৃহস্পতিবার,১৫ আগস্ট ২০১৯ ইং ||৩১শে শ্রাবণ ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর:টঙ্গীবাড়ি প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীর জুয়েলকে হত্যার অভিযোগ করেছেন তার বোন শামসুন্নাহার পাখি। জুয়েল উপজেলার ধীপুর ইউনিয়নের রব নগরকান্দি গ্রামের সাইদুল খন্দকারের ছেলে। ফুটফুটে সুন্দর চেহারার জুয়েল এলাকারাসীর সকলের প্রিয় ছিল। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। জুয়েল দুবাই প্রবাসী ছিল। কর্মঠ জুয়েল প্রবাসী আয়ের সকল টাকা স্ত্রী মনি আক্তারের নিকট রাখত। নারায়নগঞ্জের ফতুল্লাস্থ পাগলার নয়ামাটিতে বাড়ী কিনে সেখানেই স্ত্রী, পুত্র আঃ রহমান ও কন্যা জাকিয়াকে নিয়ে বসবাস করেন। স্ত্রীর সাথে নারায়নগঞ্জে বসবাসরত ভায়রা কামাল শিকদারের অনৈতিক সম্পর্কের সংবাদে চলতি বছর জানুয়ারিতে জুয়েল দুবাই থেকে দেশে চলে আসে। দেশে আসার পর বিদেশ থেকে প্রেরিত টাকা সহ বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রীর সাথে প্রায়ই মনোমালিন্য হত জুয়েলের। ঈদের পরদিন মঙ্গলবার দুপুর ১টায় জুয়েলের বোন পাখিকে জুয়েলের শালা বাবু ফোন করে জানায় জুয়েল আত্মহত্যা করেছে। ফতুল্লা থানা অফিসার ইনচার্জ আসলাম হোসেন জানান- নয়ামাটির জুয়েলের মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। জুয়েলের লাশ গ্রামেরবাড়িতে নিয়ে আসলে লাশ গোশলের সময় শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখেছেন বলে জানান কবিরাজ। জুয়েলের বোন পাখি জানান আমার ভাবি তার বোন জামাইকে নিয়ে আমার ভাইকে পরিকল্পতভাবে হত্যা করেছে। হত্যার সময় ভাইসতা,ভাতিজিকে কামালের বাসায় পাঠিয়ে দেয়া হয়েছিল।বুধবার বাদ আসর জুয়েলের জানাযার সময় জুয়েলের স্ত্রী,ভায়রা ও শালা উপস্থিত হলে জনারোশে পরে পালিয়ে য়ায়।