টঙ্গীবাড়িতে সিঁধ কেটে চুরি

0
26
টঙ্গীবাড়িতে সিঁধ কেটে চুরি

প্রকাশিত : শনিবার,২০ জুন ২০২০ ইং ।।  ৬ই আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ ।।

বিক্রমপুর খবর : টঙ্গীবাড়ি প্রতিনিধি : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আউটশাহী গ্রামের এক বাড়িতে সিঁধ কেটে চুরির ঘটনা ঘটেছে।  বৃহস্পতিবার দিবাগত রাতে আউটশাহী গাংগুলিবাড়ির বাসিন্দা আবদুর রহমান শেখের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় তার ছোট মেয়ে বিলকিসের গলা থেকে এক ভরি ওজনের সোনার চেইন নিয়ে যায় চোর। এদিকে ওই রাতে এই সংঘবদ্ধ চোরের দল আরও দুই বাড়িতে চুরির চেষ্টা চালায়। তবে বাড়ির মালিকরা চোরের উপস্থিতি বুঝতে পারায় কিছু না নিয়েই পালিয়ে যায় চোরের দল।
এ বিষয়ে জানতে চাইলে আবদুর রহমান শেখ বলেন, বাড়িতে মেহমান থাকায় আমরা রাত প্রায় দুইটা পর্যন্ত জেগে ছিলাম। ফজরের নামাজের আগে সিঁধ কেটে চোর ঘরে ঢুকে আমার ছোট মেয়ে বিলকিসের গলা থেকে এক ভরিওজনের সোনার চেইন টেনে ছিরে নিয়ে যায়। চেইনটান দেওয়ার পর ওরা জেগে গেলে চোর পালিয়ে যায়।
এদিকে একই রাতে গাংগুলি বাড়ির মৃত আবদুল মালেক বেপারীর বাড়িতে এবং পশ^বর্তি মৃত ইউসুফ শেখের বাড়িতেও সিঁধ কেটে চুরির চেষ্টা চালায়। ইউসুফ শেখের ছেলে রুবেল জানায়, আমরা চোরের উপস্থিতি বুঝতে পারায় তারা পালিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন-অর-রশিদ জানান, মৌখিক ভাবে জানতে পেরেছি। সংশ্লিষ্ট সাব-ইনপেক্টরকে ব্যবস্থা নিতে বলেছি।

নিউজটি শেয়ার করুন .. ..

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন