প্রকাশিত: শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি ২০২১ইং।। ১৩ই ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ (বসন্তকাল)।। ১৩ রজব ১৪৪২হিজরী
বিক্রমপুর খবর : টঙ্গীবাড়ি প্রতিনিধি : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মানসিক ভারসাম্যহীন কিশোরী (১৩) দুই কিশোরের ধর্ষণের শিকার হয়ে ৬ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এ ঘটনায় রোববার কিশোরীর পিতা মহিউদ্দিন খান টঙ্গীবাড়ী থানায় বাদী হয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে।
ধর্ষণের শিকার কিশোরী জানান, ৬ মাস আগে আমাদের প্রতিবেশী সানি আমাকে বলে আমার চাচী আমাকে পালের বাড়ি ডাকছে। তার কথায় বিশ্বাস করে আমি সেখানে গিয়ে দেখি হাবিবুর দাঁড়িয়ে আছে। পরে ওরা দুইজনে আমার মুখ চেপে ধরে প্রথমে সানি ও পরে হাবিবুর আমাকে ধর্ষণ করে। আমার চিৎকারে স্থানীয়রা এসে ওদের চর থাপ্পড় দিয়ে তাড়িয়ে দেয়।
কিশোরীর পিতা জানান, কয়েকদিন আগে আমার মেয়ে তার নানী বাড়ি বেড়াতে যায়। সেখানে মেয়ের শারীরিক গঠন দেখে তার নানী তাকে জিজ্ঞাসা করলে মেয়ে ধর্ষণের ঘটনা সব খুলে বলে। পরবর্তীতে আমি মেয়েকে ডাক্তার দেখাই। ডাক্তার বলে মেয়ের পেটে ছয় মাসের বাচ্চা রয়েছে। আমার স্ত্রী অনেক আগেই মানসিক ভারসাম্যহীন হয়ে পরিবার থেকে চলে গেছে। মেয়েটাও মানসিক ভারসাম্যহীন।
টঙ্গীবাড়ী থানার ওসি হারুন অর রশিদ জানান, ধর্ষণের ফলে ছয় মাসের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তে সত্যতা সাপেক্ষে দুইটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor