প্রকাশিত: শনিবার ১০ অক্টোবর ২০২১ইং।। ২৫শে আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ (শরৎকাল)।।১ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরী।।
বিক্রমপুর খবর : টঙ্গীবাড়ি প্রতিনিধি : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীনকে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। টঙ্গীবাড়ি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে আজ শনিবার বেলা ১১ টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টা ব্যাপী এই মানববন্ধনে স্থানীয় নারী-পুরুষ হাতে হাত ধরে প্রতিবাদ জানান।
টঙ্গীবাড়ি উপজেলাবাসীর ব্যানারে এই মানববন্ধন শেষে, বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ কম্পাউন্ড প্রদক্ষিন করে।
মানববন্ধনকারীরা অভিযোগ করে বলেন, দুর্নীতিবাজ, ঘুষখোর ও মানবিক গুণাবলী বর্জিত নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীনের আচরণ দ্বারা উপজেলাবাসী নির্যাতিত। কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে যেকোনো বিষয় একাই সিদ্ধান্ত নিয়ে প্রভাব খাটিয়ে সুবিধা ভোগ করছে। আমরা অনতিবিলম্বে ইউএনও নাহিদা পারভীনকে অপসারণ করে তার বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানিই।
এব্যাপারে টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীনের সাথে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি, তার মোবাইল ফোন রিসিভ করেন নি।
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।