টঙ্গীবাড়িতে পদ্মায় ৪০ যাত্রী নিয়ে নৌকা ডুবি: ২ লাশ উদ্ধার 

0
0
টঙ্গীবাড়িতে পদ্মায় ৪০ যাত্রী নিয়ে নৌকা ডুবি: ২ লাশ উদ্ধার 

প্রকাশিত: শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩ ইং।। ১ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ (শীত কাল)।। ২ জমাদিউস সানি ১৪৪৫ হিজরি।।

বিক্রমপুর খবর : টঙ্গীবাড়ি প্রতিনিধি : টঙ্গীবাড়ি উপজেলার হাসাইলের কাছে পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় ৪০ যাত্রী নিয়ে খেয়া নৌকা ডুবি গেছে।

স্থানীয়রা তাৎক্ষণিক এক নারী ও এক শিশুকে উদ্ধার করে টঙ্গীবাড়ি উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীর জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খেয়া নৌকাটি হাসাইল চরের মিয়া বাড়ি ঘাট থেকে হাসাইল বাজারে আসার সময় মাঝামাঝি অন্ধকারের মধ্যে বাল্কহেড নৌকার উপরে উঠিয়ে দেয়। পরে স্থনীয়রা বাল্কহেডটি আটক করেছে, তবে চালক পলাতক।
টঙ্গীবাড়ির ইউএনও আসলাম হোসাইন ঘটনাস্থলে জনান, দুর্ঘটনার পর যাত্রী অনেকেই তীরে উঠতে সক্ষম হন। এখনো কেউ নিখোঁজ রয়েছে কিনা তা নিশ্চিত করা যায়নি। খোঁজ খবর করা হচ্ছে।
নিহতরা হলো- পাশ্ববর্তী মান্দ্রা গ্রামের নজরুল ব্যাপারীর সিফা আক্তার (১৫) ও নারায়ণগঞ্জের ফতুল্লার ফারুক হোসেনের মেয়ে ফহিজা আক্তার (৬)।

  আমাদের বিক্রমপুরআমাদের খবর

আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন।       

জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor

আপনার আশেপাশে সাম্প্রতিক খবর পাঠিয়ে দিন এছাড়া বিক্রমপুর খবর-এ প্রকাশিত লেখাসমূহে তথ্যমূলক ভুল-ভ্রান্তি থেকে যেতে পারে অথবা যেকোন লেখার সাথে আপনার ভিন্নমত থাকতে পারে। আপনার মতামত এবং সঠিক তথ্য দিয়ে আপনিও লিখুন অথবা লেখা পাঠান। লেখা পাঠাতে কিংবা যেকোন ধরনের প্রয়োজনে যোগাযোগ করুন – bikrampurkhobor@gmail.com এই ঠিকানায়।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন