টঙ্গিবাড়িতে গুজবে দিঘিরপাড় নদী পথ বন্ধ

0
16
টঙ্গিবাড়িতে গুজবে দিঘিরপাড় নদী পথ বন্ধ

প্রকাশিত : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০ ইং ।। ১১  বৈশাখ  ১৪২৭ বঙ্গাব্দ।  ২৯ শাবান ১৪৪১

বিক্রমপুর খবর : ষ্টাফ রিপোর্টার টঙ্গীবাড়ী থেকে : মুন্সীগঞ্জ সদর হতে টঙ্গিবাড়ি দিঘিরপাড় নৌ পথে যানবাহন চলাচলের প্রবেশ পথ বন্ধ করলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি জগলুল হালদার ভুতু। বুধবার বিকালে দিঘিরপাড় ও মুসীগঞ্জ সদর উপজেলার শিলই গ্রামের পদ্মা নাদীতে নৌ যান দিয়ে নদী বন্ধ করা হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান জগলুল হালদার ভুতু জানান- করোনার প্রাদুর্ভাবে উপজেলাবাসী আতংঙ্কে রয়েছে। তার উপরে আবার দুই দিন যাবৎ ডাকাতের গুজব উঠেছে। তাই যাতে এ সময়ে নৗ পথে কোন ডাকাত প্রবেশ করতে না পারে সে জন্য নৌ পথটি সাময়িকের জন্য বন্ধ করা হয়েছে এবং উপজেলা আ’লীগের পক্ষ থেকে সকল ইউনিয়ন ও ওয়ার্ডের আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে গুজবে কান না দেয়ার জন্য এবং সকলকে করোনা ও গুজবের বিষয়ে সচেতনতা মূলক প্রচার করার জন্য চিঠি দেয়া হয়েছে। তাছাড়া মসজিদের ইমাম ও ময়াজ্জেমদের কে নিদের্শ দেয়া হয়েছে। তাদের যদি কেউ কোন বিষয়ে মসজিদে মাইকিং করতে বলে, তারা যেন মসজিদের সভাপতি ও ইউনিয়নের চেয়ারম্যান  আথবা  ইউপি মেম্বারের সাথে বিষয়টি নিশ্চিত হয়ে মাইকিং করেন।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন