টংগিবাড়ীতে বাংলা বর্ষবরণ

0
22

প্রকাশিত: মঙ্গলবার,১৬এপ্রিল ২০১৯: ৩রা বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ।

বিক্রমপুর খবর: অনলাইন ডেস্ক: গত রবিবার ১৪২৬ বাংলা নববর্ষ উদযাপন করা হয়। পুরোনো দিনের ব্যর্থতাকে আগামি দিনে সফলতায় রূপ দেওয়ার বাসনা নিয়ে টংগিবাড়ীতে ভোর হতেই শুরু হয়েছে নতুন বছরের আনুষ্ঠানিকতা। রবিবার সকালে মঙ্গলযাত্রা,পান্থা-ইলিশ এর মধ্যে দিয়ে শুরু করা বর্ষবরন অনুষ্ঠান দিন ভর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে চলতে থাকে। নাচ,গানের পাশাপাশি দেশীয় সংস্কৃতির বিভিন্ন অনুষ্ঠান চলে। বিকেলে সোনারং স্কুল মাঠে ঘুড়ি উৎসব,বিক্রমপুর ডিগ্রি কলেজ মাঠে বৈশাখী মেলার আয়োজন করে উপজেলা শিল্পকলা একাডেমী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা  আওয়ামীলীগের সভাপতি জনাব জগলুল হাওলাদার ভূতু,অনুষ্ঠান পরিচালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা আক্তার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি শাহ-মোহাম্মদ আওলাদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান এড. নাছিমা আক্তার। এসময় আরও উপস্থিত ছিলেন, সোনারং-টংগিবাড়ী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন লিটন মাঝি, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এমিলি পারভীন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপিত মানিক মিয়া বাচ্চু মাঝি, টংগিবাড়ী প্রেসক্লাব সভাপতি এড. জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক আবু বাক্কার মাঝি, স্বাস্থ্য কর্মকর্তা ডা: আবুল বাশার, কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মৎস কর্মকর্তা প্রিয়াংকা সাহা, নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ বদর-উদ-দোজা, যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, আড়িয়ল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ দীন ইসলাম, বেতকা ইউপি চেয়ারম্যান বাচ্চু শিকদার, হাসাইল ইউপি চেয়ারম্যান আনোয়ার হাওলাদার, আওয়ামী নেতা মো: কবির হাওলাদার, সিনিয়র সহ সভাপতি ফিরোজ আলম, সাংবাদিক টিটু চৌধুরী, ইউপি মহিলা মোম্বার হেনা বেগম সহ স্থানীয় ব্যক্তিবর্গ।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন