জুমাতুল বিদায় আল আকসা মসজিদে ২ লাখ ৬০ হাজার মুসল্লির নামাজ আদায়

0
10
জুমাতুল বিদায় আল আকসা মসজিদে ২ লাখ ৬০ হাজার মুসল্লির নামাজ আদায়

প্রকাশিত: শনিবার ০১ জুন ২০১৯। ১৮ই জ্যৈষ্ঠ ১৪২৬ বঙ্গাব্দ। ২৬ রমজান ১৪৪০ হিজরি।

বিক্রমপুর খবর:অনলাইন ডেস্ক :  পবিত্র মাহে রমজানের শেষ শুক্রবার অর্থাৎ জুমাতুল বিদা উপলক্ষে ঐতিহাসিক আল আকসা মসজিদে লাখ লাখ ফিলিস্তিনি নামাজ আদায় করেছেন। গতকাল শুক্রবার ইসরায়েল অধিকৃত জেরুজালেমের আল আকসা মসজিদে প্রায় ২ লাখ ৬০ হাজার মুসল্লি নামাজ আদায় করেছেন। এদিন ইসরায়েলি কর্তৃপক্ষ চল্লিশোর্ধ্ব পুরুষ, ১২ বছরের কম বয়সি শিশু এবং সব বয়সের নারীদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দেয়।

জেরুজালেমের ওয়াকফ কমিটির মহাপরিচালক শেখ আজ্জাম আল খতিব তুরস্কের আনাদোলু বার্তা সংস্থাকে জানান, রমজান মাসের শেষ শুক্রবারে নামাজ আদায় করার জন্য আল আকসা মসজিদে প্রায় ২ লাখ ৬০ হাজার ফিলিস্তিনি মুসল্লি সমবেত হয়েছিলেন। তিনি আরো জানান, শবে কদর উপলক্ষেও আল আকসা মসজিদে অনেক মুসল্লি এসে থাকেন।

এই দিনটি বিভিন্ন দেশে বিশেষ করে মুসলিম দেশগুলোতে আন্তর্জাতিক আল কুদস দিবস হিসেবেও পালিত হয়। মূলত ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানানোর জন্যই এটা করা হয়।

শুক্রবার জেরুজালেমের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ছিল। প্রচণ্ড গরম উপেক্ষা করেও লাখ লাখ মুসল্লি রমজান মাসের শেষ শুক্রবারকে বিদায় জানানোর জন্য আল আকসায় হাজির হয়েছিলেন।

এদিকে ইসরায়েলি পুলিশ মসজিদ চত্বর ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়। জুমাতুল বিদা উপলক্ষে জেরুজালেমের পুরনো অংশে শত শত সেনা মোতায়েন করা হয়।

১৯৬৭ সালের আরব-ইসরায়েলি যুদ্ধের পর ইসরায়েল অবৈধভাবে পূর্ব জেরুজালেম দখল করে নেয়। এই পূর্ব জেরুজালেমেই আল আকসা মসজিদের অবস্থান। এই মসজিদটি মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মসজিদ। এটি মুসলমানদের কাছে তৃতীয় পবিত্র একটি স্থান হিসেবে বিবেচিত।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন