প্রকাশিত:রবিবার, ০৫ মে ২০১৯।২২বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর:অনলাইন ডেস্ক: জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান ও ছোট ভাই গোলাম মোহাম্মদ কাদেরকে (জি এম কাদের) দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছেন সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলের নেতা হুসেইন মুহম্মদ এরশাদ। এ নিয়ে দ্বিতীয়বারের মতো জি এম কাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিলেন তিনি। পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা অনুযায়ী এরশাদ এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে জানান।
এরশাদ তার বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাসভবনে গতকাল শনিবার রাত ১১টায় এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। এরশাদ এক সাংগঠনিক নোটিশে বলেন,আমার শারীরিক অসুস্থতার জন্য পার্টির কর্মকাণ্ড পরিচালনায় বিঘ্নহচ্ছে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত জি এম কাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। সংবাদ সম্মেলনে জাপার যুগ্ম মহাসচিব হাসিবুল ইসলাম জয়সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে,২০১৬ সালের ১৭ জানুয়ারি রংপুরে জাতীয় পার্টির কর্মী সম্মেলনে হুসেইন মুহম্মদ এরশাদ জি এম কাদেরকে কো-চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছিলেন। পরে রওশনপন্থীদের প্রতিবাদে রওশন এরশাদকে সিনিয়র কো-চেয়ারম্যান করেন তিনি। কিন্তু গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংসদে বিরোধীদলের উপনেতা হিসেবে এরশাদ কাদেরকে বেছে নেন। এই বছরের জানুয়ারির তৃতীয় সপ্তাহে গুরুতর অসুস্থ হয়ে সিঙ্গাপুর যাওয়ার আগে জি এম কাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন এরশাদ; কিন্তু গত ২২ মার্চ পার্টির কো-চেয়ারম্যান পদ থেকে জি এম কাদেরকে সরিয়ে দেন।