জিপিএ-৫ পেয়েছে মুন্সীগঞ্জের আলিফ

0
44
জিপিএ-৫ পেয়েছে মুন্সীগঞ্জের আলিফ

প্রকাশিত : সোমবার, ১ জুন ২০২০ ইং ।। ১৮ই জ্যৈস্ঠ  ১৪২৭ বঙ্গাব্দ।।

বিক্রমপুর খবর : সংবাদদাতা মুন্সীগঞ্জ : চলতি এসএসসি পরীক্ষায় আরিক আনজুম আলিফ জিপিএ-৫ পেয়েছে। আলিফ প্রেসিডেন্ট প্রফেসর ড.ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান শাখায় এই বছর এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে।

ভবিষ্যতে আলিফ কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে তার।

আলিফের বাবা প্রয়াত আনমনা আনোয়ার আনু কবি, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীসহ একজন দক্ষ সংগঠক ছিলেন।

বাবার স্মৃতি রক্ষার্থে গঠিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘আনমনা প্রাঙ্গণে’র কার্য নির্বাহী কমিটির সদস্য আরিক আনজুম আলিফ।

মা রোকশানা পারভীনের অক্লান্ত পরিশ্রমে আলিফের এই সফলতা।

নিউজটি শেয়ার করুন .. ..

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন