প্রকাশিত: রবিবার,২ জানুয়ারি ২০২২ ইং।। ১৮ই পৌষ ১৪২৮ বঙ্গাব্দ (শীতকাল)।।২৮ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী।।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক :
বাংলাদেশের মুন্সিগন্জ জেলার বিভিন্ন এলাকায় অবস্থানরত অসহায় ও দু:স্থ মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। প্রতিবছরের ন্যায় এবারও তারা গরীব-দু:খীদের মাঝে শীতবস্ত্র বিতরনের মাধ্যমে তাদের পাশে দাঁড়ান।
নতুন বছরের প্রথম দিনে শনিবার মুন্সিগন্জ জেলাস্থ টঙ্গিবাড়ী উপজেলার দিঘীরপার এলাকার চরাঞ্চলে অসহায় ও দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এর আগে গত বছরের ডিসেম্বরের শেষের দিকে মুন্সিগঞ্জ পৌরসভার বিভিন্ন অঞ্চলে এর কার্যক্রম চলমান ছিল।
জাপানে এর উদ্যোগ গ্রহন করেন টোকিওস্থ প্রবাসী সাংবাদিক রাহমান মনি। তার অনুরোধ সাড়া দিয়ে এই সহযোগীতায় আর্থিকভাবে এগিয়ে আসা প্রবাসীদের মধ্যে অন্যতম হলেন-বাদল চাকলাদার (পদ্মা কোম্পানি লিমিটেড), হিমু উদ্দিন (রিও ইন্টারন্যাশনাল), এমডি, এস, ইসলাম নান্নু (এনকে ইন্টারন্যাশনাল), চৌধুরী শাহিন (চৌধুরী ট্রেড ইন্টারন্যাশনাল), মনি এমদাদ (রাইজিং ইন্টারন্যাশনাল), ওমর ফারুক রিপন ( জায়েদা কো, লিমিটেড ) নুর খান রনি, মোঃ মোস্তাফিজুর রহমান জনি , মোঃ মাসুদুর রহমান , এ জেড এম জালাল , মোঃ কামাল উদ্দিন টুলু , মোঃ দেলোয়ার হোসেন দফতরী প্রমুখ।
এ সম্পর্কে রাহমান মনির কাছে জানতে চাইলে তিনি বলেন, মানবিক দায়িত্ব থেকেই আমার এ প্রচেষ্টা। তবে এ উদ্যোগে যারা পাশে দাঁড়িয়েছেন তারাই সব সাফল্যের ভাগিদার বলেও জানান তিনি।
এ সময়, সহযোগীতার এই প্রকল্পে জাপানে বসবাসরত যে কেউ অংশগ্রহন করতে পারবে বলে জানান প্রবাসী এই সাংবাদিক।
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’