প্রকাশিত: রবিবার,২৩ জানুয়ারি ২০২২ইং।। ৯ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ (শীতকাল)।১৯ জমাদিউস সানি ১৪৪৩ হিজরি।।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : জাতীয় প্রশিক্ষণ দিবস আজ। প্রশিক্ষিত মানবসম্পদ গড়ে তোলার প্রত্যয়ে দিনটি পালিত হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতি (বিএসটিডি) এ দিবসে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
রাষ্ট্রপতি বাণীতে বলেছেন, বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতি দেশের প্রশিক্ষক ও প্রশিক্ষণ সেক্টরের সামগ্রিক উন্নয়নের জন্য গত চার দশকের অধিককাল ধরে উন্নয়ন ও প্রশিক্ষণ বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছে। তাদের এ প্রয়াস সরকারের মানবসম্পদ উন্নয়ন প্রচেষ্টাকে সচল করতে ইতিবাচক ভূমিকা রাখছে।
প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, সরকার প্রশিক্ষণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনুধাবন করে প্রশিক্ষণ সেক্টরের উন্নয়ন ও সংস্থার কার্যক্রম অব্যাহত গতিতে চালিয়ে যাচ্ছে।
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’