জাতিসংঘ শান্তিরক্ষা মিশন পরিদর্শনে যাচ্ছেন সেনাবাহিনী প্রধান

0
20
জেনারেল আজিজ আহমেদ। ছবি: ফাইল ছবি

প্রকাশিত:বুধবার,২৬ জুন ২০১৯। ১২ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ।

বিক্রমপুর খবর:অনলাইন ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (মিনুস্কা) এলাকা পরিদর্শনে যাচ্ছেন। আজ (২৬ জুন) তিন দিনের সরকারি সফরে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করবেন। সফরকালে তিনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের প্রেসিডেন্ট ও প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সেনাবাহিনী প্রধান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্টসমূহ পরিদর্শন এবং সেনা সদস্যদের উদ্দেশ্যে দরবার নেবেন। এছাড়াও তিনি মিনুস্কার এসআরএসজি ও ফোর্স কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সফর শেষে তিনি আগামী ২৯ জুন দেশে ফিরবেন।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন