জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে লৌহজংয়ে শোকের ছায়া

0
25
জন্মস্থান মুন্সীগঞ্জে আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে শোক

প্রকাশিত: সোমবার, ২২মার্চ ২০২১ইং।। ৮ই চৈত্র  ১৪২৭ বঙ্গাব্দ (বসন্তকাল)।। ০৮শা’বান ১৪৪২হিজরী

বিক্রমপুর খবর : মিজানুর রহমান ঝিলু : দৈনিক জনকণ্ঠের সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। সোমবার ভোরে শ্বাসকষ্ট হলে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আতিকউল্লাহ খানের আকষ্মিক মৃত্যুতে তাঁর জন্মস্থান মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মেদিনীম-ল গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। এলাকায় তিনি মাসুদ খান নামে পরিচিত ছিলেন।
১৯৫১ সালের ২৯ আগস্ট তিনি এ গ্রামের বিখ্যাত খান পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি সাবেক মন্ত্রী ও সাবেক বিমানবাহিনী প্রধান এয়ারভাইস মার্শাল কেএম আমিনুল ইসলামের ভাতিজা ও সেক্টর কমান্ডার লে. কর্নেল (অব.) এম হামিদুল্লাহ খানের (বীরপ্রতীক) ছোট ভাই। আতিকউল্লাহ খান মাসুদ মুন্সীগঞ্জ অঞ্চলে মুক্তিযুদ্ধে ২ নম্বর সেক্টরে সরাসরি অংশগ্রহণ করেছেন।
আতিকউল্লাহ খান মাসুদের বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও নাতি-নাতনি রেখে গেছেন। গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন আতিকউল্লাহ খান মাসুদ। তার সম্পাদনায় ১৯৯৩ সালে দৈনিক জনকণ্ঠ প্রকাশিত হয়।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনের সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলি, লৌহজং উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ওসমান গণি তালুকদার, ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদ শিকদার, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান ও বিএম শোয়েব, লৌহজং উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির, লৌহজং প্রেস ক্লাব, টঙ্গীবাড়ি প্রেস ক্লাব, লৌহজং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, টঙ্গীবাড়ি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী সভাপতি জগলুল হালদার ভুতু, মেদিনীম-ল ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, কনকসার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, লৌহজং উপজেলা যুবলীগ সভাপতি আলমগীর কবির খান, সাধারণ সম্পাদক শাহজাহান খান সাজু, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন ইমন ও সাধারণ সম্পাদক অনয় হাসান বেপারীসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান।
জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ ২০০৬ সালের ১৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন। তবে তার আগে ১১ জানুয়ারি সেনাবাহিনী ক্ষমতা দখল করে দেশে জরুরী অবস্থা জারি করে এবং জাতীয় নির্বাচন বাতিল করে দেয়।
আতিকউল্লাহ খানের ভাতিজা ফৌজি হাসান খান রিকু জানান, সোমবার বাদ যোহর ঢাকা ক্যান্টনমেন্টের ২ সেক্টরের আল্লাহু মসজিদে মরহুমের প্রথম জানাজা শেষে বারডেম হাসপাতালের হিমঘরে তাঁর মরদেহ রাখা হয়েছে। রাশিয়ায় অবস্থানরত আতিকউল্লাহ খানের বড়ো ছেলে ফিরে এলে দাফনকাজ সম্পন্ন হবে। #

নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর

আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন।    

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন