বিক্রমপুর খবর ডেস্ক ::
প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০১৮ |
সিলেট প্রতিদিন প্রতিবেদক:: সিলেট-১ আসনে মহাজোট মনোনীত প্রার্থী ড.একে আব্দুল মোমেনকে নিয়ে গণসংযোগ করছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি।
আজ ২৬ ডিসেম্বর বটেশ্বর বাজারে নিজের সহদোর কে নিয়ে নির্বাচনী গণসংযোগে নামেন সিলেট-১ আসনের বর্তমান সংসদ সদস্য আবুল মাল আব্দুল মুহিত।
গণসংযোগকালে তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চান এবং আগামী ৩০ ডিসেম্বর সবাই ভোট সেন্টারে গিয়ে স্বাধীনতার প্রতিক নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান।
এ সময় উপস্তিত ছিলেন সিলেটে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল রহমান চৌধুরী, সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ,জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এড.রনজিত সরকার,খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এড.আফছর আহমদ সহ নেতৃবৃন্দ।