চিরনিদ্রায় শায়িত এটিএম শামসুজ্জামান

0
24
চিরনিদ্রায় শায়িত এটিএম শামসুজ্জামান

প্রকাশিত: শনিবার, ২০ ফেব্রুয়ারি ২০২১ইং।। ৭ই ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ (বসন্তকাল)।। ০৭রজব ১৪৪২হিজরী

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : নারিন্দায় পীর সাহেব বাড়ি জামে মসজিদে প্রথম ও সূত্রাপুর মসজিদে দ্বিতীয় জানাজা শেষে রাজধানীর জুরাইন কবরস্থানে বড় ছেলের পাশে চিরনিদ্রায় শায়িত  হলেন বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান। আজ বিকাল ৫টা ৪০ মিনিটে সেখানে তাকে সমাহিত করা হয়। উল্লেখ্য, বর্ষীয়ান এই শিল্পী আজ সকাল ৯টার আগে রাজধানীর সূত্রাপুরে নিজ বাসায় মারা যান।

১৯৬১ সালে পরিচালক উদয়ন চৌধুরীর ‘বিষকন্যা’ চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন এটিএম শামসুজ্জামান। প্রথম কাহিনি ও চিত্রনাট্য লেখেন ‘জলছবি’ চলচ্চিত্রের জন্য। এ পর্যন্ত শতাধিক চিত্রনাট্য ও কাহিনি লিখেছেন। কৌতুক অভিনেতা হিসেবে চলচ্চিত্র জীবন শুরু করলেও খল অভিনেতা হিসেবে তিনি সবার আলোচনায় ছিলেন। কিন্তু শেষ বয়সে অভিনেতা হিসেবেই সবকিছু ছাপিয়ে যান।এটিএম শামসুজ্জামান আজীবন সম্মাননাসহ ৬ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। শিল্পকলায় অবদানের জন্য ২০১৫ সালে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক লাভ করেন এই শিল্পী।।

নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর

আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন