প্রকাশিত:মঙ্গলবার ০৪ জুন ২০১৯।২১জ্যৈষ্ঠ ১৪২৬ বঙ্গাব্দ। ২৯ রমজান ১৪৪০ হিজরি।
বিক্রমপুর খবর:অনলাইন ডেস্ক:মাত্র দুই ঘণ্টার ব্যবধানে সিদ্ধান্ত বদলে জাতীয় চাঁদ দেখা কমিটি জানিয়েছে, দেশের আকাশে হিজরি শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই মঙ্গলবারই (৪ জুন) শেষ হয়েছে রমজান মাস, বুধবার (৫ জুন) উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর জানিয়েছেন বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী।
ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ জাতীয় চাঁদ দেখা কমিটির দ্বিতীয় একটি বৈঠক শেষে বাংলাদেশ সময় রাত সোয়া এগারোটার দিকে সংবাদমাধ্যমকে একথা জানিয়েছেন।
১৪৪০ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। বুধবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
এর আগে আজ মঙ্গলবার রাত ৯টার দিকে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর জানানো হয় দেশের কোথাও চাঁদ দেখা যায়নি। তাই বৃহস্পতিবার ঈদ উদযাপনের সিদ্ধান্তের কথা জানানো হয়। এর ঘণ্টা দুয়েক পরে নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়।