প্রকাশিত: শনিবার, ১মে ২০২১ইং।। ১৮ই বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ(গ্রীস্মকাল)। ১৮ রমজান ১৪৪২ হিজরী
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : ভারতের গুজরাটের ভারুচ এলাকায় একটি হাসপাতালে আগুনে করোনাভাইরাসে আক্রান্ত ১২ রোগীসহ কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।
আগুনের কিছু ছবিতে দেখা যায়, পুড়ে যাওয়া রোগীদের দেহাবশেষ পড়ে আছে স্ট্রেচার ও বেডগুলোতে।
রাত ১টার দিকে করোনা ওয়ার্ডে আগুন লাগার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা রোগীদের অনেককে উদ্ধার করে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।
বার্তা সংস্থা পিটিআইকে এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘(শনিবার) সকাল সাড়ে ৬টায় পাওয়া তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা ১৮। আগুন লাগার পরপর আমরা ১২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছিলাম।’
ভারুচের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা রাজেন্দ্রসিংহ চৌদসামা বলেন, আগুন ও ধোঁয়ায় করোনা ওয়ার্ডের ১২ রোগীর মৃত্যু হয়েছে।
বাকি ৬ রোগীর মৃত্যু ওয়েলফেয়ারে নাকি অন্য হাসপাতালে স্থানান্তরের সময় হয়েছে, তা জানা যায়নি।
করোনা রোগীদের জন্য বিশেষায়িত হাসপাতালটি গুজরাটের রাজধানী আহমেদাবাদ থেকে প্রায় ১৯০ কিলোমিটার দূরে ভারুচ-জাম্বুসর মহাসড়কে অবস্থিত। এর পরিচালনায় আছে একটি ট্রাস্ট।
পুলিশ কর্মকর্তা রাজেন্দ্রসিংহ জানান, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৫০ জন রোগীকে উদ্ধার করে। তাদের আশপাশের হাসপাতালে পাঠানো হয়েছে।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।