গবেষক ও অধ্যাপক নরেন বিশ্বাসের জন্মদিন আজ

0
0
গবেষক ও অধ্যাপক নরেন বিশ্বাসের জন্মদিন আজ

প্রকাশিত : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, খ্রিষ্টাব্দ।। ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ(শরৎকাল)।। ১৩ জমাদিউল-আউয়াল, ১৪৪৬ হিজরী।

বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : শ্রীনগর প্রতিনিধি : অনলাইন ডেস্ক : গবেষক ও অধ্যাপক নরেন বিশ্বাসের জন্মদিন আজ। নরেন বিশ্বাস বাংলা উচ্চারণ সংস্কারে উদ্যোগী, গবেষক, লেখক ও একজন জনপ্রিয় অধ্যাপক। বাংলা উচ্চারণ গবেষণায় তাঁর অবদান অবিস্মরণীয়।

জন্ম ১৯৪৫ সালের ১৬ নভেম্বর বৃহত্তর ফরিদপুর জেলার মাঝিগাতীতে। তাঁর পিতার নাম নগেন্দ্র নাথ বিশ্বাস আর মাতা হরিদাসী বিশ্বাস।
নরেন বিশ্বাস গোপালগঞ্জের ওড়াকান্দী মিড হাইস্কুল থেকে মাধ্যমিক, শ্রীকৃষ্ণ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন।
এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৫ সালে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্স এবং ১৯৬৬ সালে এমএ পাস করেন।
ছাত্র জীবন থেকেই নরেন বিশ্বাসের নাট্যচর্চা শুরু হয়। স্কুলে ও কলেজে আবৃত্তি ও বাগ্মিতায় নানান পুরস্কার লাভ করেন।
ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে নানা আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। এমএ পাস করেই অধ্যাপনার কাজে নিযুক্ত হন।
এক বছর ময়মনসিংহের পাকুন্দিয়া কলেজ, ১৯৬৭-৭৬ সাল পর্যন্ত মাদারিপুর নাজিমউদ্দিন কলেজ ও ১৯৭৬ সাল থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকালে পাকিবাহিনীর হাত এড়িয়ে কোনোক্রমে মুক্তিবাহিনীর সঙ্গে ভারতে এসে কলকাতায় পৌঁছান।
এসময় বাংলা বেতারের জন্য নাটক, কথিকা, জীবন্তিকা, নক্সা প্রভৃতি রচনা করেন ও তাতে অংশগ্রহণ করেন।
সে সময় তিনি পশ্চিমবঙ্গের বিভিন্ন পত্র-পত্রিকায় লেখালেখিও করতেন। গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের সঙ্গেও তাঁর প্রত্যক্ষ যোগাযোগ হয়।
১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশে ফিরে এসে ম্যাক্সিম গোর্কির ‘মাদার’ অবলম্বনে ‘মা’ নাটক রচনা ও মঞ্চায়ন করেন।
১৯৭৪ সালে তিন মাস কারাবরণ করেন তিনি। সরাসরি বঙ্গবন্ধুর হস্তক্ষেপে নিঃশর্ত মুক্তিলাভ করেন।
ঢাকা শহরের বিভিন্ন নাটক, আবৃত্তি ও কথনশিল্পের প্রশিক্ষক হিসেবে তিনি খ্যাতি লাভ করেন।
রচিত গ্রন্থসমুহঃ প্রবন্ধ: ‘বাংলা উচ্চারণ অভিধান’, ‘প্রসঙ্গ বাংলাভাষা’, ‘প্রসঙ্গ সাহিত্য সংস্কৃতি’, ‘ভারতীয় কাব্যতত্ত্ব’, ‘কাব্যতত্ত্ব অন্বেষা’, ‘অলঙ্কায় অন্বেষা’, ‘বাংলা উচ্চারণ সূত্র’, ‘বাংলা উচ্চারণ তত্ত্ব ও প্রয়োগবিধি তত্ত্ব’ প্রভৃতি। নাটক-‘নিহত কুশীলব’; ‘রৌদ্রদিন’, ‘ক্রুশবিদ্ধ যীশু’, ‘তমসীর ফাঁসি’, প্রভৃতি।
এছাড়া বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ক তাঁর ক্যাসেট প্রকাশিত হয়েছে ২০টি। ‘ঐতিহ্যের অঙ্গিকার’ শিরোনামে ১৩টি ক্যাসেটগুচ্ছের জন্য তিনি ১৯৯৪ সালে কলকাতার ‘আনন্দ পুরস্কার’ এ ভূষিত হন। এছাড়া ‘প্রিয় পংক্তিমালা’ ও ‘উচ্চারণ শিক্ষা বিষয়ক বক্তৃতামালা ক্যাসেট দু’টিও উল্লেখযোগ্য।
২৭ নভেম্বর ১৯৯৮ সালে অধ্যাপক নরেন্দ্র বিশ্বাস মৃত্যুবরণ করেন।

(বিজ্ঞাপন)  https://www.facebook.com/3square1

নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।

আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন।       

জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন