গত ২৪ ঘণ্টায় দেশে আরও দুই জন করোনা রোগী শনাক্ত

0
13
গত ২৪ ঘণ্টায় দেশে আরও দুই জন করোনা রোগী শনাক্ত

প্রকাশিত :মঙ্গলবার,৩১ মার্চ ২০২০ ইং ।।১৭ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক :২৪ ঘণ্টায় দেশে আরও দুই জন করোনা রোগী শনাক্ত করা গেছে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

আজ দুপুরে কোভিড-১৯ মহামারির সর্বশেষ পরিস্থিতি তুলে ধরার সময় প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ কথা জানান।

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা আরও জানান, নতুন করোনা শনাক্ত হওয়া দুজনই পুরুষ। তাদের মধ্যে একজনের বয়স ৫৭ যিনি সম্প্রতি সৌদি আরব থেকেে দেশে এসেছেেন। অপরজনের বয়স ৫৫ হলেও তিনি কিভাবে সংক্রমিত হয়েছেন সে তথ্য এখনো জানা যায়নি। এই নিয়ে দেশে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ৫১ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন পাঁচজন। নতুন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আরো ৬ জন। ফলে সুস্থ হওয়া রোগীর সংখ্যা এখন ২৫ জন।

ডা. ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় রোগত্বত্ত বিভাগের হটলাইনে ফোন এসেছিলো ৩ হাজার ৬শ ৩৭ টি। আর গত ২৪ ঘণ্টায় মোট ১৪০টি নমুনা সংগ্রহ করা হয়েছে, যাদের পরীক্ষা শেষে দুজনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এছাড়া সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে মারা যাওয়া ব্যক্তিদের পরীক্ষা করে কারো শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন