গতকাল অবকাশ শেষে সুপ্রিম কোর্ট খুলেছে

0
19
কাজের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়: সুপ্রিম কোর্ট

প্রকাশিত:বৃহস্পতিবার,০৩ জানুয়ারি ২০১৯:: বিক্রমপুর খবর::

শীতকালীন অবকাশ ও সরকারি ছুটি শেষে খুলেছে সুপ্রিম কোর্ট গতকাল বুধবার শুরু হয়েছে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের নিয়মিত কার্যক্রম। অবকাশকালীন ছুটির পর আইনজীবীরা প্রধান বিচারপতির সঙ্গে,এটর্নি জেনারেলের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। একে অপরের খোঁজ খবর নেন,নববর্ষের শুভেচ্ছা বিনিময়-একটি আনন্দঘন পরিবেশ লক্ষ্য করা যায়।সচরাচর প্রত্যেক অবকাশকালীন ছুটির পর এমন চিত্র ফুটে উঠে দেশের সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে।

শীতকালীন অবকাশ্‌,সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটিসহ গত ১৯ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত ১৪ দিন বন্ধ ছিল সুপ্রিমকোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ ছিল।তবে এ সময়ে মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য সুনির্দিষ্ট এখতিয়ার দিয়ে হাইকোর্ট বিভাগে বিভিন্ন বিচারিক বেঞ্চ গঠন করা হয়।

এসব বেঞ্চে মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদির শুনানি ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে। অবকাশকালীন বেঞ্চে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা সংক্রান্ত বিভিন্ন মামলা এবং নিবন্ধন বাতিল হওয়া জামায়াত দলীয় প্রার্থীতা নিয়ে মামলার শুনানি ও আদেশ হয়েছে।

জরুরি বিষয় নিষ্পত্তির জন্য দুইদিন আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার জজ এবং হাইকোর্টের পাঁচটি দ্বৈত বেঞ্চ ও তিনটি একক বেঞ্চের কার্যক্রম চলেছে।

এরমধ্যে একটি বেঞ্চ নির্বাচনী আবেদন নিষ্পত্তি করেছে।সেখানে অনেক প্রার্থীর মনোনয়ন স্থগিত হয়েছে আবার কয়েকজনকে প্রতীক বরাদ্দের নির্দেশ দেয়া হয়েছিল।

উল্লেখ্য,গত ১৯ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত সাপ্তাহিক ছুটি,সরকার ঘোষিত ছুটিসহ কোর্টের অবকাশের কারণে সর্বোচ্চ আদালত তথা সুপ্রিমকোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ ছিল।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন