গতকালও ঢাকামুখী যাত্রীদের ঢল নেমেছে শিমুলিয়া ঘাটে

0
11
গতকালও ঢাকামুখী যাত্রীদের ঢল নেমেছে শিমুলিয়া ঘাটে

প্রকাশিত: মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১ইং।। ১৪ই বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ(গ্রীস্মকাল)। ১৪ রমজান ১৪৪২ হিজরী

বিক্রমপুর খবর :লৌহজং প্রতিনিধি:লকডাউন অনেকটা শিথিল করে গত রোববার থেকে শপিংমল ও দোকানপাট খুলে দেয়ার সিদ্ধান্তের পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ঢল নেমেছে শিমুলিয়া ঘাটে।

তাই শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের ফেরিগুলোয় বাড়তি যাত্রীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে ঘাট কর্তৃপক্ষ। ফেরি পার হয়ে এ যাত্রীরা অতিরিক্ত ভাড়া দিয়ে গাদাগাদী ও ঠাসাঠাসি করে শিমুলিয়া ঘাট থেকে  অটোরিকশা, মোটরসাইকেল ও ইজিবাইকে করে রাজধানীতে ফিরছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম গতকাল দুপুরে জানান, এ নৌরুটে সকাল থেকে ১৬টি ফেরির মধ্যে ডাম্প, কেটাইপ, মিডিয়াম ও ছোটসহ ১০টি ফেরি চলাচল করছে।

তবে আজও (গতকাল) যাত্রীদের চাপ বেড়েছে। যাত্রীদের মধ্যে স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই বলে জানান এই কর্মকর্তা।

শিমুলিয়া ঘাটে অপেক্ষমাণ কোনো গাড়ি না থাকলেও, ব্যক্তিগত কিছু সংখ্যক গাড়ি পার হওয়ার অপেক্ষায় রয়েছে।

নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর

আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন

 

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন