প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০ ইং ।। ১৭ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ।। ৬ রমজান ১৪৪১
বিক্রমপুর খবর : গজারিয়া প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায় বোমা বিস্ফোরণে তিন জন কিশোর গুরুতর আহত হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টায় দিকে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চরবাউশিয়া বড়কান্দি এলাকার মহ্সিন প্রধানের বাড়িতে এই ঘটনাটি ঘটে।
আহত কিশোররা হলেন, মো: রাব্বি মিয়া (১২), মো: সাকিবুল ইসলাম (১২) ও মো: হাসান মিয়া। তারা তিনজনই চরবাউশিয়া বড়কান্দি এলাকার প্রধান বাড়ির বাসিদ্ধা ও বাউশিয়া এমএ আজহার উচ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।
আহত রাব্বির বাবা নজরুল ইসলাম জানান, তিনি তারাবী নামাজ পড়তে যাওয়ার সময় তার ভাই মহ্সিন প্রধানের ঘরের ভেতর তার ছেলেসহ তিনজনক টিভি দেখা অবস্থায় দেখে যান। কিছুক্ষণ পরই বিকট শব্দ শুনতে পান এবং দ্রত এসে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখেন। পরে প্রতিবশীরা মিলে উদ্ধার করে হাসপাতাল নিয়ে আসন। তিনি আর কিছুই জানেন না বলে জানান।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক খন্দকার আরশাদ কবির জানান, আহত তিনজনের শরীরের বিভিন্ন অংশ স্পিনটার ও লোহার টুকরা দ্বারা গভীর ক্ষত ও রক্ত ক্ষরণ হয়েছে। তাদের অবস্থার অবনতি হওয়ায় তিনজনকেই ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়েছে।
গজারিয়া থানার ডিউটি অফিসার এস আই আবু জাহিদ তুহিন জানান, ঘটনা স্থল পরিদর্শন করেছে পুলিশ কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির কয়েকজনকে পুলিশ আটক করেছে।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল হোসেন জানান, ধারনা করা হচ্ছে আহত তিনজন কিশোর মহ্সিন প্রধানের ঘরে বসে বিস্ফোরক তৈরি করছিলো, না হয় পূর্বের তৈরিকৃত বোম নাড়াচাড়া করছিলো। সে সময় অসাবধানতা বশত বিস্ফোরণ ঘটে যায়। এতে তিন কিশোরই আহত হয়। বৃহস্পতিবার বিস্ফোরণের ঘটনায় মামলা রুজু করা হয়েছে। বিষয়টি গভীর ভাবে তদন্ত করা হচ্ছে।