বিক্রমপুর খবর :মুন্সিগঞ্জ প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৫০ যাত্রী আহত হয়েছে।
রোববার (৬অক্টোবর) আনুমানিক বিকাল ৪টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদ্বী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে বাস দুটি সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।
গজারিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গজারিয়া স্টেশনের টীম লিডার সাইদুর রহমান খাঁন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা এনা পরিবহনের (ঢাকা মেট্রো ব- ১৪- ৯৫৭৪) একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মেঘনা বিলাস সাদিয়া পরিবহন (ঢাকা জ- ১৪-০২১৩) নামে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত
বাসযাত্রীদের উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে স্থানান্তর করা হয়।
আহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে-মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার রায়পার গ্রামের শাহিনুর -২৮, হাওয়ানুর-১৫ ভবেরচর গ্রামের আক্তার হোসেন -৩০, মধ্যভাটেরচর গ্রামের নুরজাহান-৩২, শোলআনী গ্রামের আঁখী আক্তার-২৪, বাস চালক আব্দুল আজিজ-৪৫।