প্রকাশিত:শনিবার,০৩ আগস্ট ২০১৯ ইং ||১৯ই শ্রাবণ ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর:স্টাফ রিপোর্টার: মাদক,বাল্যবিবাহ,গুজব ও ডেঙ্গুজ্বর বিষয়ে সচেতনতামূলক উন্মুক্ত সভা হয়েছে লৌহজং উপজেলার খড়িয়া বেদেপল্লীতে। শনিবার বিকেলে লৌহজং থানা প্রশাসন ও খড়িয়া বেদেপল্লীর যৌথ আয়োজনে বেদে সর্দার মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লৌহজং থানার ওসি মো. আলমগীর হোসাইন। তিনি বলেন, অনতিবিলম্বে এ বেদেপল্লী মাদকমুক্ত দেখতে চাই। বাল্যবিবাহ বেদে সম্প্রদায়ের মধ্যে একটি সামাজিক সমস্যা,এ থেকেও পরিত্রাণ পেতে হবে। এছাড়া পদ্মাসেতু তৈরিতে মাথা লাগবে-এমন গুজবে কান না দিতে ওসি আলমগীর সবাইকে সচেতন থাকার এবং বাড়ির আশপাশ, আবর্জনা পরিষ্কার রেখে ডেঙ্গুজ্বর থেকে রক্ষার পরামর্শ দেন।
থানার উপপরিদর্শক হাফিজুর রহমানের সঞ্চালনায় উন্মুক্ত সভায় আরও বক্তব্য রাখেন পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর হোসেন খান,সাংবাদিক মিজানুর রহমান ঝিলু,উপপরিদর্শক সুভাষ চন্দ্র সরকার,বেদে সর্দার মাসুম খান,বেদে সর্দার ফজলুর রহমান,বেদে সর্দার সৌদ খান,সাবেক ইউপি সদস্য সাহেব আলী।
সভায় বেদে সম্প্রদায়ের প্রতিনিধি ও কুমারভোগ ইউপি দুই সদস্য তানভীন সুইটি ও রুবেল মাদবর উপস্থিত বেদেদের নিয়ে দুই হাত তুলে বেদেপল্লী থেকে মাদক নির্মূলের অঙ্গীকার করেন। সভার শেষদিকে ১০ সদস্য বিশিষ্ট মাদক নির্মূল কমিটি গঠন করা হয়।