ক্ষুদে গানরাজ চ্যাম্পিয়ান পুষ্পিতা পেয়েছে জিপিএ-৫

0
17
ক্ষুদে গানরাজ চ্যাম্পিয়ান পুষ্পিতা পেয়েছে জিপিএ-৫

প্রকাশিত:মঙ্গলবার,০৭ মে ২০১৯।২৪বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ।      

বিক্রমপুর খবর:অনলাইন ডেস্ক: চ্যানেল আই ক্ষুদে গানরাজ-২০১৫ এর চ্যাম্পিয়ন কণ্ঠশিল্পী নুজহাত সাবিহা পুষ্পিতা এবারের এসএসসি পরিক্ষায় জিপিএ ৫ পেয়েছে। পুষ্পিতা রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল থেকে এসএসসি পরীক্ষা দেয়।

পুষ্পিতা বলেন,সঙ্গীত চর্চা করেছি পড়াশোনাও করেছি। পড়াশোনার পাশপাশি সকল প্রয়োজনীয় কাজই করেছি। আমার পরিবারের সকলের প্রতি কৃতজ্ঞতা কেননা তাদের সমর্থন ছাড়া কোনোকিছুই সফলভাবে সদম্ভব নয়।

গানে নিয়মিত সময় দিলেও সঠিকভাবে চালিয়ে গেছেন পড়ালেখা। তার কঠোর অধ্যাবসায়ই ভালো ফলাফলের উৎস। এছাড়া পরিবারের সার্বক্ষণিক সহযোগীতা ও সমর্থন তাকে প্রেরণা যুগিয়েছে। সে সবার কাছে দোয়া চেয়েছে।

পুষ্পিতা`র প্রথম মৌলিক গান ‘লাল সবুজের বাংলাদেশ’। এছাড়াও ইমপ্রেস অডিও ভিশনের ব্যানারে প্রকাশিত হয়েছে তার প্রথম মৌলিক গানের অ্যালবাম ‘অনুভবে তুমি’। অ্যালবামটির ‘স্বপ্নঘুড়ি’ শিরোনামের গানটির মিউজিক ভিডিও প্রকাশ করেছে ইমপ্রেস অডিও ভিশন।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন