ক্রোম ব্রাউজারেই সহজেই তৈরি করা যাবে কিউআর কোড

0
4
ক্রোম ব্রাউজারেই সহজেই তৈরি করা যাবে কিউআর কোড

প্রকাশিত: শনিবার, ১৮  ডিসেম্বর ২০২১ইং।। ৪ঠা পৌষ  ১৪২৮ বঙ্গাব্দ (শীতকাল)।। ১৩ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী।।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : কয়েক বছরে ব্যবহারকারীদের জন্য ক্রোম ব্রাউজারে বিভিন্ন ফিচার যুক্ত করেছে গুগল। এর মধ্যে অন্যতম একটি হলো কুইক শেয়ার টুল। টুলটি অ্যাড্রেস বারের নিচে অবস্থান করে এবং ব্যবহারকারীদের এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে লিংক শেয়ারের সুবিধা দেয়। টুলটির মাধ্যমে থার্ড পার্ট অ্যাপ বা ওয়েবসাইট ছাড়াই ব্যবহারকারীরা কিউআর কোড তৈরি করতে পারবেন। কম্পিউটার ও অ্যান্ড্রয়েডের ক্রোম ব্রাউজারে টুলটি ব্যবহার করা যাবে।

কম্পিউটারের পাশাপাশি অ্যান্ড্রয়েড ডিভাইসের ব্রাউজার থেকেও ব্যবহারকারীরা কোড তৈরি করতে পারবেন। এজন্য প্রথমে স্মার্টফোন থেকে ব্রাউজার চালু করতে হবে। এরপর নির্ধারিত পেজে প্রবেশ করে ডান পাশে থাকা থ্রি ডট মেন্যুতে ক্লিক করতে হবে। সেখানে রিসেন্ট ট্যাবের নিচে থাকা শেয়ার অপশনে ক্লিক করলে নিচের দিকে কিউআর কোড তৈরির ট্যাব দেখা যাবে। ব্যবহারকারীরা সেটি ডাউনলোডও করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন .. ..     

   (বিজ্ঞাপন)  https://www.facebook.com/3square1          

   ‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।

আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

 Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন। 

      

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন