ক্যালিফোর্নিয়ার ‘ডেথ ভ্যালি’তে বিশ্ব ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা!

0
7
ক্যালিফোর্নিয়ার ‘ডেথ ভ্যালি’তে বিশ্ব ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা!

প্রকাশিত : মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০ইং ।। ৩রা ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ ।।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক :  বিশ্ব ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কে। রোববার এখানে ১৩০ ডিগ্রি ফারেনহাইট (৫৪ দশমিক ৪ ডিগ্রী সেন্টিগ্রেড) তাপমাত্রা রেকর্ড করা হয়। রেকর্ডকৃত এই তাপমাত্রা যাচাই করে অনুমোদন দিয়েছে ইউএস ন্যাশনাল ওয়েদার সার্ভিস।

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে সাম্প্রতিক সময় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এবং এই সপ্তাহে আরো বেড়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। প্রচণ্ড তাপদাহের কারণে শনিবার একটি পাওয়ার প্লান্টে ত্রুটি দেয়া দেয় এবং ক্যালিফোর্নিয়ায় দুদিন ব্ল্যাকআউট ছিল।

আগের রেকর্ডটি কী ছিল?
রোববার ডেথ ভ্যালির ফারনেসে সর্বোচ্চ তাপমাত্রা পরিমাপ করা হয়। তাপমাত্রার আগের রেকর্ডটিও রেকর্ড করা হয়েছিল এই ডেথ ভ্যালিতে। ২০১৩ সালে এখানে ১২৯ দশমিক ২ ডিগ্রি ফারেনহাইট (৫৪ ডিগ্রি সেলসিয়াস) তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এক শতাব্দী আগে এই ডেথ ভ্যালিতেই ১৩৪ ডিগ্রি ফারেনহাইট বা ৫৬ দশমিক ৬ ডিগ্রী তাপমাত্রা রেকর্ড করার দাবি করা হয়, যদিও তা নিয়ে বিতর্ক রয়েছে। ওই রিডিং ছাড়াও সেই গ্রীষ্মের আরো কয়েকটি রিডিং নিয়ে সংশয় প্রকাশ করেন আধুনিককালের শীর্ষ আবহাওয়াবিদরা।

২০১৬ সালে আবহাওয়া ইতিহাসবিদ ক্রিস্টোফার বার্টের এক বিশ্লেষণমতে, ১৯১৩ এই অঞ্চলের অন্যান্য রিডিং কোনোভাবেই ডেথ ভ্যালির রিডিংকে সমর্থন করে না। এছাড়া ১৯৩১ সালে তিউনিসিয়ায় ১৩১ ডিগ্রি ফারেনহাইট বা ৫৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হলেও তার বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর সংশয় পোষণ করেন বার্টসহ অনেক আবহাওয়াবিদ। তাই রোববার রেকর্ড করা ১৩০ ডিগ্রি ফারেনহাইটই তাপমাত্রার বিশ্ব রেকর্ড।                 সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন .. ..       

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন