প্রকাশিত : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০ ইং ।।১১ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ। ২৯ শাবান ১৪৪১
বিক্রমপুর খবর :ইতালি থেকে মাঈনুল ইসলাম নাসিম :প্রথমবারের মতো ইতালিতে তিন সহস্রাধিক করোনা রোগী একদিনেই সুস্থ হয়েছেন বৃহষ্পতিবার। পাশাপাশি টানা চতুর্থ দিনের মতো দেশজুড়ে কমেছে মোট আক্রান্ত রোগীর সংখ্যা। আইসিইউতে যথারীতি হ্রাস পাচ্ছে সংকটাপন্ন রোগী, বিশেষ করে উত্তরাঞ্চলীয় লোম্বারদিয়া বিভাগে তা অর্ধেকে নেমে এসেছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্থ সিভিল প্রটেকশন ডিপার্টমেন্টের দৈনন্দিন সংবাদ সম্মেলনে উপরোক্ত তথ্য দেয়া হয়। ডিপার্টমেন্টের প্রধান ড. আঞ্জেলো বোরেল্লি জানান, মহামারি শুরুর পর থেকে ইতালিতে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৭ হাজার ৫৭৬ জন। বৃহষ্পতিবারের নতুন রেকর্ড ৩ হাজার ৩৩, আগেরদিন যা ছিলো ২ হাজার ৯৪৩।
দিনশেষে ইতালিতে কোভিড-১৯ পজিটিভ বুধবারের হিসেব থেকে ৮৫১ কমে দাঁড়িয়েছে ১ লাখ ৬ হাজার ৮৪৮। এদের মধ্যে ২২ হাজার ৮৭১ জন হাসপাতালে চিকিৎসাধীন, যা আগের দিন থেকে ৯৩৪ কম। বৃহষ্পতিবার সর্বমোট ৮১ হাজার ৭১০ জন রোগী হোম আইসোলেশনে।
ইনটেনসিভ কেয়ার ইউনিটে প্রতিদিনই আশাব্যঞ্জক হারে রোগী কমছে। এদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন ২ হাজার ২৬৭ জন। বুধবার আইসিইউতে আরও ১০৭ জন বেশি ছিলেন।
বৃহষ্পতিবার নতুন করে প্রাণহানি ৪৬৪, আগেরদিন যা ছিলো ৪৩৭। মৃতের সংখ্যা বেড়ে ২৫ হাজার ৫৪৯। ড. বোরেল্লি আরও জানান, ইতালিতে কোভিড-১৯ টেস্ট করানো হয়েছে এমন লোকের সংখ্যা বৃহষ্পতিবার এক মিলিয়ন ছাড়িয়েছে। অর্থাৎ দিনশেষে এই সংখ্যাটি ১০ লাখ ৫২ হাজার ৫৭৭।
Photo Courtesy : Corriere Bergamo / ANSA – Agenzia Nazionale Stampa Associata