মহামারি করোনাভাইরাসের মধ্যেই আশার আলো দেখছে ভারতের তথ্য প্রযুক্তি ক্ষেত্র

0
29
মহামারি করোনাভাইরাসের মধ্যেই আশার আলো দেখছে ভারতের তথ্য প্রযুক্তি ক্ষেত্র

প্রকাশিত :বুধবার, ১৭ জুন ২০২০ ইং । ৩রা আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ ।।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : বিশ্ব জুড়ে করোনায় প্রাণ হারিয়েছে লক্ষাধিক মানুষ। আক্রান্ত আরও বেশি। ভারতেও উত্তরোত্তর বেড়ে চলেছে কোভিড-১৯ এর প্রকোপ। তবে এর মধ্যেও আশার আলো দেখছে তথ্যপ্রযুক্তি ক্ষেত্র।  বর্তমান পরিস্থিতিতে ইতিমধ্যেই সমস্ত ক্ষেত্রেই ওয়ার্ক ফ্রম হোমের ব্যবস্থা শুরু হয়েছে এবং কাজও এগোচ্ছে বেশ স্বাভাবিক ছন্দে। এই নিউ নর্মাল বিধিতেই বিপুল পরিমানে লাভের লাভের সম্ভাবনা দেখছে তথ্য প্রযুক্তি ক্ষেত্র।

বিশেষজ্ঞদের মতে আগামী  ৫ বছরের মধ্যে তথ্য প্রযুক্তি ক্ষেত্রের রপ্তানি বাড়তে পারে প্রায় সাত শতাংশ। এতে বার্ষিক আয় বেড়ে প্রায় ৩.৮০ লক্ষ কোটি টাকা হতে পারে। তবে তার সাথে এও জানান যে, এই অঙ্কে পৌঁছতে গেলে প্রয়োজন সরকারি তরফ থেকে সহায়তা। গবেষণা খাতে বাড়াতে হবে বরাদ্দ অর্থের পরিমাণ। সফটওয়্যার টেকনোলজি পার্কস অব ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল এই বিষয়ে জানান তথ্য প্রযুক্তি ক্ষেত্রে নতুন পণ্য, পরিষেবা ও প্রযুক্তি উদ্ভাবনে সদ্যজাত সংস্থা গুলির গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তাই তাদের কাজে সাহায্য করা প্রয়োজন। তবে বর্তমানে এই নবীন সংস্থা গুলির কাছে বাজার তৈরি করা, তহবিল যোগাড় করা এবং লগ্নির ব্যবস্থা করাই সব থেকে বড় বাধা। এই বিষয়ে সরকারের প্ত্যক্ষ সাহায্য কাম্য। ভারতের তথ্য প্রযুক্তি ক্ষেত্রে এমন বিরাট আশা করার কারণ হিসেবে ন্যাসকম চেয়ারম্যান কেশব মুরুগেশ জানান, গোটা বিশ্বের মধ্যে একমাত্র ভারতে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রকে কোভিডের হাত থেকে ‘ক্ষা করা হয়েছে। সব মিলিয়ে প্রায় ৩৫ লক্ষ কম্পিউটার কর্মক্ষেত্র থেকে কর্মীদের বাড়িতে পাঠিয়ে, লকডাউনের মধ্যেও কাজ চলছে স্বাভাবিক ছন্দে। তিনি এও জানান, পরিসংখ্যান অনুযায়ী আগামী ৫ বছরের মধ্যে  ভারতে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বার্ষিক আয় হবে প্রায় ৫০,০০০ কোটি মার্কিন ডলার।

নিউজটি শেয়ার করুন .. ..

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন