কেরলের কোঝিকোড়ে কী ভাবে ধ্বংস হয়ে গেল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানটি?

0
10
কেরলের কোঝিকোড়ে কী ভাবে ধ্বংস হয়ে গেল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানটি?

প্রকাশিত : শুক্রবার, ৭ই আগস্ট ২০২০ইং ।। ২৩শে শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ ।।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক :  রানওয়ের শেষপ্রান্ত পর্যন্ত ছুটে গিয়েছিল বিমানটি। শেষমেশ একটি খাদে পড়ে যায়।

 

আজ শুক্রবার দুবাই থেকে ক্রু সদস্য-সহ ১৯১ জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের (Air India Express) একটি বিমান কেরলের কোঝিকোড় (Kozhikode) বিমানবন্দরে রানওয়েতে পিছলে গিয়ে ধ্বংস হয়েছে। এখনও পর্যন্ত বিমানের একজন পাইলট-সহ কমপক্ষে ১১ জন মারা গিয়েছেন বলে প্রাথমিক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। কী ভাবে ঘটল এই ভয়ঙ্কর দুর্ঘটনা?

রাত পৌনে আটটা নাগাদ এই মারাত্মক ঘটনাটি ঘটে বলে বিমানবন্দর সূত্রে খবর। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাত ১০টা পর্যন্ত কমপক্ষে ১১ জনের মৃত্যু এবং ৫০ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

এক নজরে দুর্ঘটনা

১. মোট ১৯১ যাত্রী এবং বিমানের পাইলট ও কর্মী নিয়ে কোঝিকোড় বিমানবন্দরে নামার সময় দুর্ঘটনাটি ঘটে।

২. প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, বর্ষার কারণে বিমানটি রানওয়েতে পিছলে যায়। এবং দু’টি অংশে টুকরো হয়ে যায়। বিমানের সামনের অংশটিও পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়। বিমানটি রানওয়ে ১০- এ অবতরণ করেছিল এবং রানওয়ের শেষপ্রান্ত পর্যন্ত ছুটে গিয়েছিল। শেষমেশ একটি খাদে পড়ে যায়।

[নিহত পাইলট ডিভি সাথে]

৩. অ-সামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ জানিয়েছে, ঘটনার সময় বিমানবন্দরের দৃশ্যমানতা প্রায় ২০০০ মিটার ছিল। বিমানবন্দর এলাকায় ভারী বৃষ্টিপাত হয়। বিমানটি একটি খাদের ৩০ ফুট গভীরে পড়ে যায়।

৪. কোঝিকোড় বিমানবন্দরটি মেঙ্গালুরু বিমানবন্দরের মতোই একটি টেবিলটপ বিমানবন্দর। ২০১০ সালে যেখানে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছিল।

সুত্রঃ খবর অনলাইন

নিউজটি শেয়ার করুন .. ..               

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন