কৃষকদের সাহায্যে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান যবিপ্রবি উপাচার্যের

0
89
বিক্রমপুরের কৃতিসন্তান যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো.আনোয়ার হোসেন।

প্রকাশিত : রবিবার, ২৬ এপ্রিল ২০২০ ইং ।। ১৩  বৈশাখ  ১৪২৭ বঙ্গাব্দ।। ২ রমজান ১৪৪১

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : নোভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রভাবে থমকে গেছে গোটা বিশ্ব। তার ব্যতিক্রম নয় বাংলাদেশেও। বন্ধ হয়ে গেছে অর্থনীতির সকল চালিকাশক্তি। এখন ধান কেটে ঘরে তোলার মৌসুম, এ সময় কৃষকেরা ধান ঘরে তোলার জন্য পর্যাপ্ত অর্থ ও লোকবল পাচ্ছেন না। তাই এ সময়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ নিজ এলাকার কৃষকদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান।

চলমান করোনা ভাইরাসের প্রার্দুভাবে সারাদেশে অঘোষিত লকডাউন চলছে যার ফলে সকল প্রকার পরিবহন বন্ধ রয়েছে। যার ফলশ্রুতিতে দেশের অভ্যন্তরীন যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে পড়েছে। কৃষকের কষ্টের ধান কাটা ও ঘরে তোলার জন্য পর্যাপ্ত শ্রমিক পাওয়া যাচ্ছে না। সময়মত ধান না কাটতে পারলে কৃষকরা চরম ক্ষতির সম্মুখীন হবে। আর করোনার এ সময়ে যদি তারা ফসল ঘরে তুলতে না পারে তাহলে পরবর্তী সময়ে দেশে কঠিন খাদ্যসংকট দেখা দেবে। এ অবস্থায় শিক্ষার্থীদের নিরাপদ দুরত্ব বজায় রেখে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন