‘কালী ও কলম’ সম্পাদক আবুল হাসনাত মারা গেছেন

0
10
'কালী ও কলম’ সম্পাদক আবুল হাসনাত মারা গেছেন

প্রকাশিত:রবিবার, ১ নভেম্বর ২০২০ইং ।। ১৬ ই কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ (হেমন্তকাল)।। ১৪ই রবিউল আউয়াল,১৪৪২ হিজরী।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক মাসিক পত্রিকা কালি ও কলম’র সম্পাদক আবুল হাসনাত (৭৫) মারা গেছেন।

বার্ধক্যজনিত নানা জটিলতা থাকায় রবিবার সকালে তাকে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর ৮টা ৫ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

বেঙ্গল বইয়ের অপারেশনস ম্যানেজার গোলাম সরোয়ার ফারুকী ইউএনবিকে বলেন, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে আমাদের হাসনাত স্যার আজ সকালে মারা গেছেন।’

রাজধানীর ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত তার মরদেহ রাখা হবে। সেখান থেকে মরদেহ ছায়ানটে নিয়ে যাওয়া হবে।

ফারুকী বলেন, ‘আসরের নামাজের পর বায়তুল আমান জামে মসজিদে জানাজার নামাজের পর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।’

ছায়ানটের সভাপতি সানজিদা খাতুন, বোর্ড সদস্যসহ অনেকেই হাসনাতের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, আবুল হাসনাত ১৯৪৫ সালের ১৭ জুলাই পুরান ঢাকায় জন্মগ্রহণ করেন। ২০১৩ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান।

নিউজটি শেয়ার করুন .. ..

‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন