প্রকাশিত:রবিবার,১০ জানুয়ারি ২০২১ইং।। ২৬শে পৌষ ১৪২৭ বঙ্গাব্দ(শীতকাল।। ২৫শে জমাদিউল-আউয়াল,১৪৪২হিজরী। বিক্রমপুর খবর : অফিস ডেস্ক :
কাপুরুষ
আবুল হোসেন (Abul Hossain ) । কানাডা, তারিখঃ ১০ জানুয়ারী ২০২১ইং
একটি বনজ ফুল
একজন মানব ফুল
দু’টিই প্রাকৃতিক
স্নিগ্দ্ধতা আর মুগধতায় অপার
ছোঁয়ায় অনন্যা
সুরমা পলকের চোখে
পূর্ণিমার জোয়ার
খাঁ খাঁ রৌদ্রের দুপুরে যেমন ঘুঘুর ডাক
যে পুরুষ বাতাসের ছায়া খুঁজে
সুদূরের বিজন মাঠে
সে ভুল করে নিজের ছায়ার সাথে
সে ভুলে যায় , নিজের চেহারা
ভুলেও তাকায় না আয়নায়
সে শুধুই মাটিতে ঘা দেয়ার
লোহার শলাকা সমেত একটি লাটিম
যে জানে না – অদেখার মাঝে
আছে দেখার সমুদ্র
সে কি করে জানবে হৃদয়ের মানে কি ?
তার কাছে – হৃদয় মানে বোঁটা ছেঁড়া
একটি পঁচা পান
শুধুই দেখতে বোঁটা ছেঁড়া
পঁচা পান
সে জানে না
নারীর আরেক রূপ মা
ভ্রূণ নামক ফুলেই তার জন্ম।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’