প্রকাশিত : বুধবার, ১৩ মে ২০২০ ইং ।। ৩০ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ।। ১৯ রমজান ১৪৪১
বিক্রমপুর খবর :নিজস্ব প্রতিনিধি লৌহজং : মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নতুন কান্দি (নাগের হাট)গ্রামের দরিদ্র কৃষক মোঃ শুক্কুর আলি করোনাভাইরাসের কারণে শ্রমিক সঙ্কটে পড়ে নিজের জমির ধান কাটতে পারছিলেন না। এমন একটি খবর জানতে পারেন গতকাল লৌহজং উপজেলা যুবলীগের সহসভাপতি মোঃ মোস্তাক আহম্মেদ নূর নবী।
আজ ১৩ মে বুধবার সকালে মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে রোজা রেখেই মোঃ মোস্তাক আহম্মেদ নূর নবীর নেতৃত্বে নতুন কান্দি গ্রামের দরিদ্র কৃষক মোঃ শুক্কুর আলির ৫৬ শতাংশ পাকা ধান কেটে মোঃ শুক্কুর আলির বাড়িতে পৌঁছে দিয়েছেন,স্বেচ্ছাসেবায় এই ধান কাটা কাজে অন্যান্য যে সকল ছাত্রলীগ যুবলীগের নেতা কর্মীরা অংশ গ্রহন করেন তাহারা হলেন,সঞ্জয় দাস,মোঃ ফারুক খালাসী,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমরান আহম্মেদ লিমন, ছাত্রলীগ নেতা তানজিদ আহম্মেদ,মোঃ আবির, সাকিব,মোঃ হাসান,মোঃ সিফাত,মোঃ রাজিব,নতুনকান্দি গ্রামের মোঃ রফিকুল মৃধা,মোঃ জামিল তালুকদারসহ কনকসার ইউনিয়নের যুবলীগ, ছাত্রলীগ,সেচ্ছাসেবকলীগ নেতা-কর্মীবৃন্দ।
লৌহজং উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ মোস্তাক আহম্মেদ নূর নবী বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ ও আমাদের মুন্সিগঞ্জ-২ আসনের এমপি অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি আপার অনুপ্রেরণায় আমরা কৃষকের পাশে এসে দাঁড়িয়েছি। আমরা বিভিন্ন গ্রামের দরিদ্র অসহায় কৃষকের ধান কেটে দিচ্ছি। এর পাশাপাশি তাদের বাড়ি পৌঁছে দিয়ে ধান মাড়াই করে ঘরে তুলে দিয়ে আসছি। আমাদের এ কাজ চলমান থাকবে। যতদিন মাঠে ধান থাকবে ততদিন আমরা কৃষকের পাশে থেকে এই কাজটুকু করে যাব। তিনি আরও বলেন,‘করোনা পরিস্থিতিতে অসহায়-কর্মহীন ও কৃষকসহ সর্বস্তরের মানুষের পাশে যুবলীগ নেতারা সবসময় থাকবে ইনশাআল্লাহ ।’
কনকসার ইউনিয়নের নতুন কান্দি গ্রামের দরিদ্র কৃষক মোঃ শুক্কুর আলি জানান, আমি অসুস্থ্য হয়ে ঘরে বসে আছি। জমির ধান পেকে রয়েছে। লকডাউনের জন্য এই সময়টিতে ধান কাটার অন্য কোনো মানুষ পাচ্ছিলাম না। এই খবর শুনে যুবলীগের ভাইরা আমার জমির পাকা ধানগুলো কেটে এনে আমার বাড়িতে পৌঁছে দিয়েছে। আমি অসহায় মানুষ আমার পাশে এসে তারা দাঁড়িয়েছে। সকলের কাছে আমি কৃতজ্ঞ। আল্লাহ তাদের মঙ্গল করুক আমি তাহাদের জন্য দোয়া করি রোজা রেখে আমার দুঃসময়ে ধানগুলি কেটে দেওয়ার জন্য।
বিপদে কৃষকের পাশে দাঁড়ানোর জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে গ্রামবাসী। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ পালন করে লৌহজং উপজেলার ছাত্র লীগ ও যুবলীগের নেতা কর্মীরা উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকের পাশে এসে দাঁড়িয়েছে তা অবশ্যই প্রশংসার দাবিদার।
নিউজটি শেয়ার করুন..